ক্যারিয়ারের সেরা শ্রম দিয়েছি ‘সোনার চর’ এ : জায়েদ খান

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৭ এএম

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি উপলক্ষে পোস্টার ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মাধ্যমে প্রায় ১২ বছর পর ঈদে মুক্তি পাবে জায়েদ খান অভিনীত এই সিনেমা।

‘সোনার চর’ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া সিনেমা হচ্ছে ‘সোনার চর’। মাসের পর মাস চুল না কাটা, শীতে নদীতে সাঁতরে শুটিং করাসহ এই সিনেমার জন্য কত শ্রম দিয়েছি সেটা ‘সোনার চর’ দেখলে দর্শক বুঝতে পারবেন। আর সিনেমাটি আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ঈদে ‘সোনার চর’ মুক্তি পেলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে।’

জাহিদ হাসানের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমায় জায়েদ খানের সহশিল্পী হিসেবে আছেন মৌসুমী ও ওমর সানী।

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।

SN/FI