ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

'লাগে উরাধুরা' গানে ঝড় তুললেন শাকিব-মিমি-প্রীতম

আপডেট : ২৯ মে ২০২৪, ০৭:৫৩ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এ তারকা অভিনীত 'তুফান' সিনেমার প্রথম গান 'লাগে উরাধুরা' প্রকাশ পেয়েছে। গানটিতে পারর্ফম করেছেন শাকিব ও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। 

গানটি গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। প্রকাশের পরই গানটি দর্শকের মাঝে দ্রুত ছড়িয়ে পড়েছে। গানে শাকিব খানের পর্দা উপস্থিতি, তার নাচের স্টেপ, চেহারায় তারুণ্যের ছাপ নিয়ে উচ্ছ্বসিত দর্শক। গানটির দৃশ্যে কণ্ঠশিল্পী প্রীতম হাসান ও পরিচালক রায়হান রাফীকেও দেখা গেছে।

গানটির কথা লিখেছেন শরীফ উদ্দীন ও রাসেল মাহমুদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান।

রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত 'তুফান' মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়। এতে মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগরসহ আরও অনেকে অভিনয় করেছে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ।

NC/WA
আরও পড়ুন