বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। নিজের কর্মকাণ্ডে প্রায়ই ভাইরাল হন এই অভিনেতা। কখনও শিল্পী সমিতির নির্বাচন ঘিরে, কখনও ডিগবাজি দিয়ে। সম্প্রতি বিয়ের খবর ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনায় আসেন তিনি।
বিয়ে প্রসঙ্গে এই অভিনেতা জানিয়েছেন, এখনও তিনি সিঙ্গেল রয়েছেন। ঈদ উপলক্ষে দেশের এক গণমাধ্যমের সঙ্গে ভিডিও সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। জায়েদ বলেছেন, এখনও আমি সিঙ্গেল। আমার কোনো বাজে অভ্যাস নেই।
ঈদ অনুষ্ঠানে বিয়ের প্রশ্ন উঠতেই জায়েদ খান বলেন, শুধু সৃষ্টিকর্তা জানেন। আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। আমার সব টাকা যায় পোশাকের পেছনে। মুম্বাইয়ের সবাই আমাকে চেনে। দেখলেই সব পোশাক নামিয়ে দেয়।তাঁরা জানে সেখান থেকে আমি দুই-তিনটা নেব।
ঈদে ডিপজলের দেয়া সালামি প্রসঙ্গে অভিনেতা বলেন, ডিপজল ভাইয়ের কাছ থেকেই তো মোটা অঙ্কের সালামি পেলাম। তিনি আমার বড় ভাই, বাবার মতো। ঈদের দিন তাঁর বাসায় গিয়েছি। তিনি একটা বান্ডিল দিয়েছেন। পরিবারও দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ বিদ্রুপ নিয়ে প্রশ্ন করা হলে জায়েদ খান বলেন, আমাকে যত সমালোচনা করেন, যত গালি দেন, আমার কিচ্ছু যায় আসে না। যদিও এ ব্যাপারটাতে আগে কষ্ট পেতাম। তবে এখন গন্ডারের চামড়া হয়ে গেছে। গরুর নাম জায়েদ খান রেখেছে। এটার জন্য কি আমি এখন কান্নাকাটি করব?
জায়েদ খানকে সর্বশেষ দেখা গেছে ‘সোনার চর’ চলচ্চিত্রে। বর্তমানে দেশের বাইরে বিভিন্ন স্থানে স্টেজ শো করছেন। সিডনি থেকে লন্ডন, মাতিয়ে বেড়িয়েছেন মঞ্চে।
