ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হিন্দি ভাষায় বিহারে ‘তুফান’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম

এবার ভারতের বিহারে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’। সেখানকার দর্শকরা সিনেমাটি হিন্দি ভাষায় দেখতে পাবেন। সিনেমাটির ভারতীয় প্রযোজনা সংস্থা এসভিএফ জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর বিহারের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ব্লববাস্টার তুফান।

খোঁজ নিয়ে জানা গেছে, এখন পুরোদমে সিনেমাটির সংলাপ হিন্দি ভাষান্তরের কাজ চলছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওজ লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা শাকিব শৌখিন বলেন, শুধুমাত্র বিহারের কথা ভেবে নয়, পুরো ভারতে মুক্তির জন্য ‘তুফান’ হিন্দিতে ডাব করা হয়েছে। বিহারের পর পর্যায়ক্রমে সেখানকার অন্য রাজ্যগুলোতেও মুক্তি দেওয়া হবে।

এ ছাড়া আরও জানা যায়, স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে মুক্তি পাবে তুফান, তবে মুক্তির সেই তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, এখনও দেশের বিভিন্ন সিনেমা হলে দেখা যাচ্ছে এই সিনেমা। ঈদুল আজহায় মুক্তির পর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডা, ভারতের পশ্চিমবঙ্গসহ ১৫টি দেশে মুক্তি পায় এটি। সিনেমাটিতে শাকিব খানকে দেখা গেছে দ্বৈত ভূমিকায়। নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য।

এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ অনেকে।

HK/AS
আরও পড়ুন