ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চান পূজা চেরি

আমি কী করেছি না করেছি, ওগুলো সব ভুলে পূজাকে নতুনভাবে আবিষ্কার করার চিন্তাভাবনা করছি।নতুনভাবে পূজা ফিরে আসুক, সেটাই চাচ্ছি।

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পিএম

ঢালিউডের অভিনেত্রী পূজা চেরি এবার ওয়েব সিরিজে কাজ করার মধ্য দিয়ে পা রাখলেন নতুন এক অধ্যায়ে। এর আগে, বিজ্ঞাপন থেকে শুরু করে বড় পর্দায় কাজ করলেও ওয়েব সিরিজে এটিই অভিনেত্রীর প্রথম পদচারণা।

সম্প্রতি প্রকাশ্যে আসে নির্মাতা রায়হান রাফীর আসন্ন ওয়েবসিরিজ ‘ব্ল্যাক মানি’র ট্রেলার। আর সেখানেই মূল চরিত্রে দেখা মিলেছে পূজা চেরীর। এতে খুব আপ্লুত তার অনুরাগীরা।

‘ব্ল্যাক মানি’ নামের ওয়েবসিরিজের মূল চরিত্রে আছেন পূজা চেরি। রায়হান রাফীর সঙ্গে এটিই পূজার প্রথম কাজ নয়। এর আগেও রাফীর ‘পোড়া মন টু’ সিনেমায় নায়িকা ছিলেন পূজা। এবার নির্মাতার সঙ্গে ওয়েব সিরিজে কাজ করে যেন এক নতুন অভিজ্ঞতা পেলেন অভিনেত্রী।

সম্প্রতি নতুন কাজ প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানালেন, ওয়েব সিরিজ করার আগ্রহ থেকে এটির কাজ করা। এছাড়া এটা আমার প্রথম সিরিজ। অনেক গুণী সব অভিনয়শিল্পী আছেন, শেখার লোভ থেকে কাজটি করা। শিখেছিও।

এর আগে, আমি কী করেছি না করেছি, ওগুলো সব ভুলে পূজাকে নতুনভাবে আবিষ্কার করার চিন্তাভাবনা করছি। নতুনভাবে পূজা ফিরে আসুক, সেটাই চাচ্ছি।

উল্লেখ্য, ২০১২ সালের ভালোবাসার রং চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। এরপর ২০১৮ সালে নূর জাহান সিনেমার অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় প্রধান ভূমিকায় আসেন তিনি। একই বছর তিনি পোড়ামন- ২ এ পরি চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা পান এই নায়িকা।

SN/KK
আরও পড়ুন