ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নায়িকার মন রাখতে বরফে জায়েদ খানের ডিগবাজি!

ক্যাপশনে জায়েদ লিখেছেন, নায়িকার অনুরোধে প্রথমবারের মত বরফের ওপর ডিগবাজি দিতে হলো, শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেলল।

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। নিজের ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বরফে ওপর ডিগবাজি কাণ্ডে আবারও নেটিজেনদের মধ্যে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। 

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, দুই নায়িকার অনুরোধে প্রথমবারের মত বরফের ওপর ডিগবাজি দিয়েছেন জায়েদ খান। ভিডিওতে জায়েদ খানকে বলতে শোনা যায়, ‘এটা প্রথমবার আমি বরফের মধ্যে ডিগবাজি দিচ্ছি।’

ক্যাপশনে ডিগবাজির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, নায়িকার অনুরোধে প্রথমবারের মত বরফের ওপর ডিগবাজি দিতে হলো, শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেলল।

কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, আপনি পারেনও ভাই, মেয়েদেরও কাজে লাগিয়ে দিলেন।

আরেকজনের ভাষ্য, জায়েদ খান মানেই আনন্দ বিনোদন। সত্যি বলতে ভাইয়া অনেক অসাধারণ হয়েছে। আপনার জন্য এবং আপুদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। 

জানা গেছে, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অনুরোধ রাখতেই বরফে ডিগবাজি দেন জায়েন খান। এসময় তার পাশে ছিলেন উপস্থাপিকা নীল হুরের জাহান। সামনে সাক্ষী হিসেবে ছিলেন নায়ক ইমন, প্রার্থনা ফারদিন দীঘি, ছোট পর্দার তারকা সাফা কবির, জিয়াউল হক পলাশ ও লামিমা লাম। 

মূলত একটি অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকাই শোবিজের এই তারকারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।

উল্লেখ্য, জায়েদ খান ২০০৬ সালে ভালবাসা ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর।

AHA/KK
আরও পড়ুন