২৯ বছর আগে রয়েল এনফিল্ড চালিয়েছেন সালমান!

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। ৯০ দশকেই তিনি বাংলাদেশের রোড কাঁপিয়ে গেছেন রয়েল এনফিল্ড দিয়ে। বর্তমানে দেশে বহুল জনপ্রিয় রয়েল এনফিল্ড বাইক, যা আমরা ২০২৫ সালে পেয়েছি। 

খোঁজ নিয়ে দেখা যায়, ছবিটি মূলত ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমা থেকে নেওয়া হয়েছে। সিনেমার ‘চাওয়া থেকে পাওয়া’ গানটি শুরু হয় এই বাইকে চড়ে কালো পোশাক পরা সালমান শাহকে দেখিয়ে। ১৯৯৬ সালে এমএম সরকার পরিচালিত এ সিনেমাটি মুক্তি পায়। এতে সালমানের নায়িকা ছিলেন শাবনূর।

রয়েল এনফিল্ডে চড়া ছবিটির পোস্টে সালমানভক্তরা মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— এ জন্যই সালমান শাহকে উত্তরাধুনিক নায়ক বলা হয়। তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে। আরেক নেটিজেন লিখেছেন— আমাদের সালমান শাহ ছিলেন আন্তর্জাতিক মানের একজন স্টাইলিশ নায়ক। তার রুচি ও ফ্যাশন আজও প্রাসঙ্গিক।

এভাবেই প্রিয় নায়ককে ২৯ বছর আগে বর্তমানের ট্রেন্ডি স্টাইলিশ বাইক রয়েল এনফিল্ড চালাতে দেখে সালমানভক্তরা বন্দনায় মেতেছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকে নস্টালজিক হয়ে সালমান শাহর ব্যবহার করা বিভিন্ন গাড়ি ও বাইকের ছবি শেয়ার করেছেন ফেসবুকের সেই পোস্টে। 

মোটরবাইক ব্র্যান্ড রয়েল এনফিল্ড বাংলাদেশের বাজারে এখন ভীষণ জনপ্রিয় । দেখতে আকর্ষণীয় এ ব্র্যান্ডের বাইক তরুণদের দারুণ আগ্রহে রয়েছে। এটি হয়ে উঠেছে তাদের ফ্যাশন ও প্যাশনের অনুষঙ্গও। সম্প্রতি বাজারে আসার পর বাইকটি নিয়ে রীতিমতো হইচই হয়েছে বাংলাদেশে।

মজার একটি তথ্য সামনে এসেছে ‘রয়েল এনফিল্ড ফ্যান ক্লাব-বাংলাদেশ’ নামের একটি পেজ। সেখানে অমর নায়ক সালমান শাহের একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে— আজ থেকেই ২৯ বছর আগে এই ব্র্যান্ডের বাইক ব্যবহার করে গেছেন সবার প্রিয় নায়ক। ছবিতে সালমানকে দেখা গেছে সাদা রঙের একটি বাইকে। ছবির পোস্টটি ভাইরাল হয়েছে। প্রায় ৩৬ হাজার রিয়েক্ট পড়েছে ছবিটিতে।

এদিকে ‘সাথী তুমি আমার জীবনের’ গানের দৃশ্যে সালমানের ব্যবহার করা বাইকটির ছবি দিয়ে নেটদুনিয়ায় স্ক্রল করলে জানা যায়, সালমানের ব্যবহার করা বাইকটি ৭০ থেকে ৯০ দশকে বিশ্বে জনপ্রিয় বাইকগুলোর একটি।
 
এ বাইকটির জনপ্রিয়তা বিশ্বে এতো ছিলো যে, জনপ্রিয় ব্যান্ড চিপস, কাউয়াসাকি, গুজ্জি, হারলে ডেভিডসনেও ( সেরা ৫ নাম্বারে) ওই সময় তৈরি করে প্রায় একই ডিজাইনের কিছু বিশেষ বাইক।

বিশেষ বাইকগুলোর ৭০ থেকে ৯০ দশকে ‘পুলিশ রোড কিং’ বলে খ্যাতি ছিলো। এ ডিজাইনের বাইকগুলোর জনপ্রিয়তা এতো বেশি ছিলো যে পুরানো হলিউডের সিনেমাগুলোতেও দেখা মেলে সাদা রংয়ের রয়েল এনফিল্ড বাইকের।  

NC