ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের দেড় মিনিটের ঝড়

আপডেট : ১৮ মে ২০২৫, ০৯:২৪ পিএম

ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা ব্যাপক সাড়া ফেলে সাকিব দর্শকদের মাঝে। ছবিটির ব্যবসায়িক সাফল্যও প্রচুর। দর্শকদের মনে বরবাদ সিনেমার রেশ না কাটতেই এবার ঈদুল আজহায় ‘তাণ্ডব’ চালাবেন শাকিব খান।

গত বছর তুফানি সাফল্যের পর ‘তাণ্ডব’ এর মধ্য দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ফের এক হলেন নির্মাতা রায়হান রাফী। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব ও রাফীর নতুন এই সিনেমা। 

রোববার (১৮ মে) সামাজিক মাধ্যমে পূর্বনির্ধারিত কথা অনুযায়ী এলো ‘তাণ্ডব ফরকাস্ট। 

এ যেন ধ্বংসের সিগন্যাল! এক মিনিট তিরিশ সেকেন্ডের ফরকাস্টের শুরুতে আবহাওয়া বার্তায় দেশের সব পুলিশ স্টেশনকে ১০ নাম্বার বিপদ সংকেত দেখাতে বলা হয়। সেইসঙ্গে দেশবাসীকে অবস্থান পরিবর্তন না করতে পরামর্শ দেওয়া হয়।

এরপর হাজির এক মুখোশ মানব যার তাণ্ডবে তটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনি। তুমুল তাণ্ডবের পর দেখা যায় মুখোশ মানব আর কেউ নন, শাকিব খান। ছোট চুল, তামাটে ত্বক। এ যেন অন্য এক অবতার!

shakib 2

একের পর এক মারকাটারী দৃশ্যে পেয়ে যখন তাকে শুধুই সন্ত্রাসী মনে হচ্ছিল, ঠিক তখন জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে সবার উদ্দেশে হাত নাড়াতে দেখা যায়। তখন মনে হয় শুধুই অস্ত্রধারী নন পুরো এক গোষ্ঠীর অবতার হয়তো তিনি! 

‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

১ মিনিট ৩০ সেকেন্ডের টিজার দেখে ভক্ত-অনুরাগীরা তো বটেই, নেটিজেনারাও বিস্মিত। মন্তব্যের ঘরে সেই উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন। 

একজন লেখেন “এই ‘তাণ্ডব’, ‘বরবাদকেও’ ছাড়িয়ে যাবে।” রাকিব লেখেন, “আগুন।” বিজয় লেখেন, “ইন্ডাস্ট্রি হিট লোডিং মেগাস্টার কাঁপিয়ে দিয়েছে।” প্রেম চৌধুরী লেখেন, “কোরবানির ঈদের বাকি সকল মুভিকে ১০ নং বিপদ সংকেত দিলেন ‘তাণ্ডব’।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে।

AA/AHA
আরও পড়ুন