প্রযোজক ইকবাল বরাবরই শাকিব খানের সমালোচনায় মুখর থাকেন। এবারের কোরবানির ঈদে শাকিব খান অভিনিত ‘তাণ্ডব’ সিনেমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। ‘তাণ্ডব’ চলচ্চিত্র দেখে এসে তুমুল সমালোচনা করে বললেন, ‘তাণ্ডব’ কোনো সিনেমা নয়, সিনেমা হয়নি।এটা নাটক। এটার মধ্যে নাটক নাটক ভাব আছে। মানে ওটিটি প্ল্যাটফরমের মতো।
সাবিলা নূরকে নায়িকা হিসেবে একেবারে বেমানান হয়েছেন বলে মনে করেন এই প্রযোজক। তিনি বলেন, টেলিভিশনে যাকে আমি ফ্রি দেখতে পারি তাকে আমি কেন ভাই টাকা দিয়ে টিকিট কিনে কেন দেখব? টেলিভিশনে যখন-তখন দেখা যায়। টেলিভিশনের শিল্পী দিয়ে কোনো সিনেমা হয়?
ইকবাল বলেন, যারা সিনেমা করেন, তাদের কোনো বিজ্ঞাপনে, টেলিভিশনের নাটকে বা কোনো অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না। তারা থাকবেন ঘরের মধ্যে। এটা আমি নায়কদেরও বলি, নায়িকাদেরও বলি। অভিনেতা আলমগীরকে কি টেলিভিশনে নিতে পারছে? এখনো তিনি কিন্তু হিরোইজম ধরে রাখছেন।
সমালোচনা করলেও ‘তাণ্ডব’ কিন্তু ভালো ব্যবসা করে চলেছে বলে উল্লেখ করেছেন ইকবাল। তিনি বলেন ছবিটির বাজেট কম তাই ‘তাণ্ডব’ চার কোটি টাকার মতো লাভ করবে।
নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় শাকিব ছাড়াও ‘তাণ্ডবে’ সিনেমায় অভিনয় করেছেন সাবিলা, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ।
বাবাহীন ‘বাবা দিবস’ কষ্টে কাটে বুলবুল কন্যা ঐন্দ্রিলার