আলমগীরের নামে ভুয়া আইডি, সতর্ক করলেন আঁখি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। তবে ফেসবুকে তার নামে ভুয়া আইডি ও ফ্যান পেজ চালু রয়েছে অসংখ্য। এ নিয়ে সতর্ক করেছেন তার মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর।

‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেজে বর্তমানে সাড়ে ছয় লাখের বেশি অনুসারী রয়েছে। কিন্তু এর সঙ্গে আলমগীরের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আঁখি।

সম্প্রতি নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘এসব বন্ধ করুন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন, তা একটু বুঝে পোস্ট করবেন এরপর থেকে। তার বিশালতা যদি অনুধাবন করতে না পারেন, তবে তার নামে ফ্যান পেজ চালাবেন না দয়া করে।’

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আঁখি বলেন, ‘চিত্রনায়ক আলমগীর ফেসবুক ব্যবহার করেন না। ভুয়া আইডি কিংবা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।’

তিনি অভিযোগ করেন, ‘এসব ভুয়া পেজ থেকে নানা ধরনের পোস্ট করা হয় এবং মাঝে মাঝে তাকেও ট্যাগ করা হয়। তার মতে, কিছু কিংবদন্তি শিল্পীকে অন্তত এ ধরনের অপব্যবহার থেকে মুক্ত রাখা জরুরি। আঁখি বলেন, আমার বাবা, শাবানা আন্টি, ববিতা আন্টি দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেছেন। তাদের প্রচারের আর প্রয়োজন নেই। তারা প্রচারের ঊর্ধ্বে।’

তবে এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করার কোনো ইচ্ছে নেই বলেও জানান আঁখি। তিনি বলেন, ‘এ নিয়ে সময় নেই। আব্বুরও নেই। এত পেজ আছে যে, একটা বন্ধ হলেও আবার নতুন পেজ খোলা হয়। তাই অভিযোগ না করে সবাইকে সতর্ক করাই শ্রেয় মনে করেছি।’

NB/AHA
আরও পড়ুন