ঢাকা
রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ছেলের সঙ্গে কেক কেটে অপুর জন্মদিন উদযাপন

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আজ শনিবার (১১ অক্টোবর) উদযাপন করলেন জীবনের ৩৭তম জন্মদিন। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করা এই তারকা ভক্তদের ভালোবাসায় ভাসলেন এবারের জন্মদিনে। তবে জন্মদিনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি ছিল তার একমাত্র ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কাটার সময়।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাস, যেখানে দেখা যায়, মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে ছোট্ট জয়। বেগুনি রঙের আকর্ষণীয় কেকের সামনে বসে জয় বলে ওঠে, ‘মম? হ্যাপি বার্থডে!’ ছেলের এমন ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে অপু আদর করে তাকে কেক কাটায় অংশ নিতে বলেন।

ভিডিওতে দেখা যায়, কেকের উপর থাকা মোমবাতি নিভাতে গিয়ে জয় বারবার ফু দিচ্ছিল, কিন্তু নিভাতে পারছিল না। শেষমেশ অপুই এক ফু’তে মোমবাতি নিভিয়ে দেন। হাসির ছলে বলেন, ‘চলো এবার কেক কাটি।’ এরপর মা-ছেলে মিলে কেক কাটেন এবং একে অপরকে খাইয়ে দেন।

এই আবেগঘন ও মজার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের পাশাপাশি অনেক তারকাও মন্তব্য করে অপুকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

অপু বিশ্বাসের জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর, বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এলাকায়। প্রকৃত নাম অবন্তী বিশ্বাস হলেও চলচ্চিত্রে তিনি অপু বিশ্বাস নামেই পরিচিত। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফটোশুট, ব্র্যান্ডিং ও ইভেন্টে অংশ নিয়ে সময় পার করছেন।

২০০৮ সালের ১৮ এপ্রিল, জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। তাদের ঘরে ২০১৬ সালে জন্ম নেয় পুত্র আব্রাম খান জয়। ২০১৭ সালে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বিয়ের খবর প্রকাশ্যে আনেন অপু। এর পরপরই শুরু হয় দাম্পত্য জীবনে টানাপড়েন। শেষমেশ ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শাকিব-অপুর বিচ্ছেদ ঘটে।

তবে মাঝেমধ্যে ছেলের বিভিন্ন উপলক্ষে অপু ও শাকিবকে একসঙ্গে দেখা গেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে একাধিকবার। এসব মুহূর্ত নতুন করে আলোচনায় এনে দেয় তাদের সম্পর্কের বর্তমান রূপ নিয়ে। তবে এবারের জন্মদিনে শাকিব খানের উপস্থিতি ছিল কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি যা ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

জন্মদিন উপলক্ষে ফেসবুক ও ইনস্টাগ্রামে হাজারো শুভেচ্ছাবার্তা পেয়েছেন অপু বিশ্বাস। ভক্তরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন সিনেমায় প্রত্যাবর্তনের প্রত্যাশা করেছেন।

অপু বিশ্বাসের জন্মদিনে মায়ের প্রতি সন্তানের ভালোবাসার যে দৃশ্য উঠে এসেছে, তা যেমন হৃদয় ছুঁয়ে গেছে দর্শকের, তেমনি প্রমাণ করেছে নায়িকার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তার সন্তান আব্রাম।

NB/SN