সন্তানের নাম প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল ছেলে সন্তানের বাবা-মা হয়েছেন সে খবার সবারই জানা। তবে এবার প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন তাদের সন্তানের নাম। জন্মের প্রায় দুই মাস পর, নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই সুখবর ভাগ করে নেন ক্যাটরিনা।

গত বছরের ৭ নভেম্বর ছেলে সন্তানের বাবা-মা হন এই তারকা জুটি। সন্তান জন্মের পর থেকে তারা ব্যক্তিগত পরিসর বজায় রেখে ছেলেকে আড়ালেই রেখেছিলেন। ফলে ভক্তদের মধ্যে কৌতূহল ছিল- কী নাম রাখা হয়েছে ছোট্ট অতিথির।

অবশেষে সন্তানের ছোট্ট হাতের ছবি শেয়ার করে ক্যাটরিনা জানান, তাদের ছেলের নাম বিহান কৌশল। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের আলোর রশ্মি- বিহান কৌশল। আমাদের প্রার্থনার আশীর্বাদ। এক মুহূর্তেই জীবন বদলে গেছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।’

সংস্কৃত ভাষা থেকে নেওয়া ‘বিহান’ শব্দের অর্থ ভোর বা নতুন সকাল- যা নতুন শুরুর প্রতীক হিসেবেই ধরা হয়। নাম প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা বয়ে যায়।

শুধু ভক্তরাই নন, বলিউডের বহু তারকাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছোট্ট বিহানকে। পরিণীতি চোপড়া, দিয়া মির্জা, ভূমি পেডনেকার, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারিসহ অনেকেই মন্তব্য করে শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সাওয়াই মাধোপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠান।

AHA
আরও পড়ুন