ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিশুশিল্পীদের মধ্যে সবচেয়ে ধনী সারা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:২০ এএম

ভারতের তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় শিশুশিল্পী সারা অর্জুন ১৭ বছর বয়সে ১৪ কোটি টাকার মালিক হয়েছেন। এই শিশু অভিনেত্রী হচ্ছেন অভিনেতা রাজ অর্জুনের মেয়ে। তিনি নিজেও দুই দশক ধরে হিন্দি ও দক্ষিণী সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করছেন।  

ভারতীয় শিশু শিল্পীদের মধ্যে সারাই সর্বাধিক অর্থের মালিক। তার বর্তমান বয়স ১৮ বছর। সিনেমা প্রতি সারা ৪ লাখ রুপি করে পারিশ্রমিক নিয়ে থাকেন।

এক থেকে দেড় বছর বয়সে শোবিজে অভিষেক হয় সারার। মাত্র দুই বছর বয়সে প্রথম বিজ্ঞাপনচিত্রে কাজ করে সারা। নির্মাতা বিজয়ের একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলেন। পরবর্তীতে ২০১০ সালে ‘ডেইবা থিরুমঙ্গল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সারার। 

বলিউড তারকা সালমান খানের ‘জয় হো’, ইমরান হাশমির ‘এক থি দায়ান’ ও ঐশ্বরিয়া রাইয়ের ‘জাজবা’সহ অনেক তারকাদের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন এই শিশু অভিনেত্রী। 

MB/WA
আরও পড়ুন