ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শ্রীদেবীকে নিয়ে ভিডিও, ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫ এএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। তার মৃত্যু নিয়ে রয়েছে নানা রহস্য। সাম্প্রতিক ভুবনেশ্বরের এক ইউটিউবার শ্রীদেবীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে একাধিক ভিডিও বানিয়েছিলেন। সেখানে ভারত ও দুবাই সরকারের বিরুদ্ধে কিছু নথিও দেখিয়েছিলেন তিনি। পরে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) জানিয়েছে, তা সবই ছিল মিথ্যা।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে হঠাৎ খবর আসে বলিউডের সুপারস্টার শ্রীদেবী মারা গেছেন। দুবাইয়ের এক হোটেলে বাথটাবের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। যা সাড়া ফেলে দিয়েছিল গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তার অসংখ্য অনুরাগীদের মধ্যে। অভিনেত্রীর মৃত্যুর পর বিভিন্ন ধরনের ভিডিও এবং পোস্টে ভরে যায় সোশ্যাল মিডিয়া। তার মৃত্যুর প্রসঙ্গে এবার এক ইউটিউবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে সিবিআই।

দীপ্তি আর পিন্নিটি নামের এক ইউটিউবার, যিনি বেশ কয়েকটি ভিডিওতে দাবি করেছেন যে শ্রীদেবীর মৃত্যু নিয়ে ভারত এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে একটা ধামাচাপা দেওয়ার ব্যাপার চলছে। কিছু জাল নথির ভিত্তিতে তিনি এসব অভিযোগ করেছেন। ভুবনেশ্বরের বাসিন্দা দীপ্তির বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়েও একই ধরনের চাঞ্চল্যকর দাবি করেছেন দীপ্তি। ২০২০ সালে ১৪ জুন নিজের ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

দীপ্তি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে দুটি মৃত্যুর বিষয়ে মন্তব্য করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের চিঠির প্রমাণ উপস্থাপন করেছেন। সিবিআই জানিয়েছে, এই চিঠিগুলো জাল ও মিথ্যা ছিল। মুম্বাইয়ের আইনজীবী চাঁদনি শাহের অভিযোগের ভিত্তিতে দীপ্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সিবিআই। আইনজীবী জানিয়েছেন, যে তার ভিডিও এবং লাইভ সেশনগুলোতে দীপ্তি সংযুক্ত আরব আমিরশাহী সরকারের কাছ থেকে পাওয়া কিছু রেকর্ড উপস্থাপন করেছিলেন, তবে সেসব নকল ছিল।

IL/FI
আরও পড়ুন