ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভালোবাসা দিবসে স্বামীকে শুভেচ্ছা কারিনার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৫ পিএম

বলিউডের আলোচিত দম্পতিদের মধ্যে অন্যতম হলেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। এই দম্পতি অন্যদের তুলনায় একেবারেই আলাদা, তার একাধিক প্রমাণও রয়েছে। সাইফ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না। তবে তার জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি খুঁজে পাওয়া যায় কারিনা সমাজমাধ্যমের পাতায়।

সাইফ আলি খান ও কারিনা কাপুর খান

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস কীভাবে কাটাচ্ছে এই দম্পতি, তা নিয়ে ছিল অনুরাগীদের নানা কৌতূহল। তবে এই বিশেষ দিনটি যে তাদের অন্যভাবে কেটেছে, তা জানান দিয়েছে কারিনা নিজেই। বুধবার কারিনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সংক্ষিপ্ত কথোপকথন ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। সেখানে তিনি স্বামীকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন- সাইফু, ভ্যালেন্টাইনস ডের শুভেচ্ছা। সাইফকে ভালোবেসে সাইফু ডাকেন কারিনা। স্ত্রীর শুভেচ্ছার উত্তরে শুধু ‘আচ্ছা’ বলে ছেড়ে দিয়েছেন সাইফ। 

সাইফ আলি খান ও কারিনা কাপুর খান

বলিউড ইন্ডাস্ট্রির ভিড়ে একটু চুপচাপ থাকতেই পছন্দ করেন সাইফ। তিনি খুব একটা রোমান্টিক নন, সে কথা একাধিকবার স্বীকারও করেছেন।

উল্লেখ্য, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। তাদের দুই সন্তান তৈমুর ও জেহ আলি খান। সূত্র : বলিউড লাইফ, টাইমস অব ইন্ডিয়া

IL/SA/MR
আরও পড়ুন