ঢাকা
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হৃতিক কেন ক্রাচে ভর দিয়ে হাঁটছেন!

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৭ এএম

হৃতিক-দীপিকার ‘ফাইটার’ মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি। ছবিতে বায়ুসেনা অফিসারের চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। এই ছবির জন্য গত দু’বছর কঠোর পরিশ্রম করেছেন তিনি। শরীরকে নির্দিষ্ট আকারে আনতে ঘণ্টার পর ঘণ্টা কসরত করেছেন জিমে।

কিন্তু ‘ফাইটার’ মুক্তি পর থেকে সেভাবে আর ক্যামেরার সামেন দেখা যায়নি হৃতিক রোশনকে। বুধবার নিজের ছবি দিলেন অভিনেতা। সেখানেই দেখা যাচ্ছে, ক্রাচের সাহায্যে ভর দিয়ে হাঁটছেন। ওই ছবিতে দেখা যায় এলোমেলো চুল, গাল ভর্তি দাঁড়ি, পরনে হাফ প্যান্ট। দু’হাতে ক্রাচ।

সম্প্রতি পেশিতে টান লেগে কিছুটা আঘাত পান অভিনেতা। ফলে চলতে ফিরতে অসুবিধা হওয়ায় ক্রাচের সাহায্য নিয়েছেন নায়ক। হৃতিক তার এই কঠিন সময়ে জানান, পুরুষেরা অনেক সময় শক্ত দেখাতে গিয়ে নিজের স্বাস্থ্যের কথা ভাবেন না। 

উদাহরণ হিসেবে নিজের দাদু ও বাবার কথাও উল্লেখ করে হৃতিক তার এক পোস্টে লেখেন, ‘জানি না, আপনাদের কত জনের হুইলচেয়ারে বসে বা ক্রাচ নিয়ে হাঁটার অভিজ্ঞতা আছে। আমি আমার ঠাকুরদাকে দেখেছি শারীরিক কষ্ট থালেও হুইলচেয়ারে বসবেন না। কারণ, তাতে তার দুর্বলতা ফুটে উঠবে। আমার বাবাকেও দেখেছি, এক রকম জেদ করতে। তবে, আসলে শক্তি সেটাই যেটা তোমাকে সহজ হতে শেখায় অন্য কোন দুশ্চিন্তা ছাড়া। পুরুষ মানেই কঠিন- এই ছবির বিপরীতে গিয়ে ভাবলে নিজেদের কষ্টই লাঘব হয়।’

SN/FI
আরও পড়ুন