ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তারকাকন্যা রাহার মতো দেখতে আতিফের মেয়ে!

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১২:৪০ পিএম

গত বছর ২৫ ডিসেম্বর রণবীর কাপুর ও আলিয়া ভাট তাদের মেয়ে রাহা কাপুরকে প্রকাশ্যে আনেন। তারপর থেকেই ক্যামেরাম্যানদের প্রিয় হয়ে ওঠে ছোট্ট রাহা। ইতিমধ্যেই রাহার মুখের নানা অঙ্গভঙ্গি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার আরেক কন্যার সঙ্গে রাহার মিল খুঁজে পেলেন নেটিজেনরা। তার নাম হালিমা আসলাম। সে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের মেয়ে।

রণবীর-আলিয়ার মেয়ের নীল চোখ, গোলাপি গাল দেখে এমনিতেই মুগ্ধ নেটপাড়া। এবার মেয়ে হালিমার এক বছরের জন্মদিনে তাকে প্রকাশ্যে আনলেন আতিফ। তারপর থেকেই এই দুই কন্যার মিল খুঁজেছে নেটিজেনরা। 

মেয়ের দুটি ছবি প্রকাশ্যে এনেছেন আতিফ। তাতে একটিতে মেয়েকে কোলে তুলে খেলছেন গায়ক। অন্যটিতে ছোট হালিমা জানালা দিয়ে উঁকি মারছে। ২৩ মার্চ ছিল হালিমার প্রথম জন্মদিন। সেই জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করেন গায়ক। এরপর থেকে রাহা-হালিমকে নিয়ে কমেন্টের বন্যা। কেউ লিখছেন, ‘ওদের দুই বোনের মতো মনে হচ্ছে।’ কারও মতে, ‘রাহার সঙ্গে ওর চুলের ধরন ও নাকের মিল রয়েছে। চোখের রংটা একদম আলাদা।’

২০১৩ সালের ২৯ মার্চ লাহোরের শিক্ষক সারাহ ভারওয়ানাকে বিয়ে করেন আতিফ আসলাম। কলেজজীবন থেকে তারা প্রেম করেছেন। তাদের সংসারে দুই পুত্রসন্তানও রয়েছে। এর মধ্যে ২০১৪ সালে প্রথম পুত্র আহাদ ও ২০১৯ সালে দ্বিতীয় পুত্র আরিয়ানের জন্ম হয়। ২০২৩ সালে কন্যার জন্ম হলে তার নাম রাখা হয় হালিমা।

২০০২ সালে পাকিস্তানে বন্ধুদের নিয়ে ‘জাল’ নামে একটি ব্যান্ড করেছিলেন আতিফ, সেই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘জাল পরি’ প্রকাশের পর রাতারাতি পরিচিতি পান তিনি। অ্যালবামের ‘ভিগি ইয়াদিন’, ‘মাহি ভে’, ‘আখন সে’ ও ‘জাল পরি’ গানগুলো পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারতেও আলোচিত হয়।

২০০৫ সালে বলিউডের পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন আতিফ আসলাম। ‘জেহের’ সিনেমায় ‘ও লামহে ও বাতে’ গানে কণ্ঠ দিয়ে সাড়া ফেলেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, একের পর এক হিট গান উপহার দিয়েছেন আতিফ। সূত্র : পিঙ্কভিলা, টাইমস অব ইন্ডিয়া।

NC/AS
আরও পড়ুন