বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। বিভিন্ন সময়ে বিভিন্নজনের সাথে নাম জড়িয়েছে এ তারকাপুত্রের। এবার জানা গেল আরিয়ানের প্রেমিকা বলিউডের কেউ নন। তিনি ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসি।
তার সঙ্গেই শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের রোমান্সের কানাঘুষা সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের এই প্রেমের বিষয়টি সামনে এনেছে ভক্তরা।

লারিসা বনেসি ব্রাজিলের বিখ্যাত বিকিনি মডেল। দু-একটি ছবিতে অভিনয়ও করেছেন। শুধু ব্রাজিলে নয়। বলিউডে অক্ষয় কুমার ও জন আব্রাহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন লারিসা। সেই লারিসার প্রেমেই এবার পড়লেন আরিয়ান।
গুঞ্জনে কান পাতলে শোনা যাচ্ছে, লারিসাকে ইনস্টাগ্রামে ফলো করেন আরিয়ান। সুন্দরীর প্রায় সব ছবিতেই লাইক দেন তিনি। তবে শুধু লাইকেই আটকে নয়। বরং লারিসাকে পটাতে, লারিসার মাকে নাকি হাত করছেন শাহরুখপুত্র। আর সেই কারণেই লারিসার মাকে নিজের ব্র্যান্ডের পোশাক পাঠিয়েছেন নাকি আরিয়ান! তবে এই প্রেম নিয়ে আপাতত মুখে কুলুপ আরিয়ানের।
অক্ষয় কুমার এবং জন আব্রাহমের ‘দেশি বয়েজ’ ছবির হিট গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন লারিসা। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন। সাইফ আলি খানের সঙ্গে ‘গো গোয়া গন’ ছবিতে দেখা গিয়েছে লারিসাকে।

শাহরুখের মতো অভিনয় করবেন নাকি অন্য় কোনও ক্যারিয়ার বাছবেন আরিয়ান? তা নিয়ে জল্পনা অনেক আগে থেকেই ছিল বলিউডে। তবে শাহরুখপুত্র আরিয়ান কখনই খোলসা করেননি আসলে কী করবেন তিনি। কিন্তু মাঝে মধ্যেই খবরে আসত, আরিয়ান নাকি অভিনয়ের থেকে সিনেমা পরিচালনাতেই বেশি মন দিতে চান। তার মাঝেই অ্যালকোহল কোম্পানি ও পোশাকের ব্র্যান্ড খুলে ফেললেন আরিয়ান।
শোনা যাচ্ছে, জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মেই নাকি দেখা যাবে আরিয়ানের পরিচালনায় তৈরি ৬ এপিসোডের একটি সিরিজ। সূত্র বলছে, শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিসের ব্যানারে তৈরি হচ্ছে আরিয়ানের এই সিরিজ। সূত্র: পিঙ্কভিলা, আউটলুক ইন্ডিয়া।
