ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ক্রিকেটার ঋষভকে খাটো বলে খোঁচা!

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১০:৪৪ পিএম

পাত্র চাই বলে বিজ্ঞাপন দিয়েছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সেখানেই জানান, ব্যবসায়ী থেকে ক্রিকেটার, অভিনেতা, গায়ক পাত্র খুঁজছেন নায়িকা। সেখানেই নাকি ফের ঋষভ পন্থকে টেনে এনেছেন তিনি। শুধু তাই নয় তাঁকে খাটো বলে খোঁচা দিয়েছেন। এই ঘটনা নেটিজেনদের চোখে পড়তেই তুমুল সমালোচনা শুরু হয়। বিপাকে পড়ে সাফাই দিতে বাধ্য হন অভিনেত্রী!

১৫ মাস পরে আইপিএলের চলতি মৌসুমে মাঠে নামলেন ঋষভ। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। সম্প্রতি একটি পাত্র-পাত্রীর বিজ্ঞাপনে অভিনয় করেন উর্বশী। তাতেই জানান, মনের মতো পাত্র খুঁজে পাচ্ছেন না। তিনি জানান, ব্যবসায়ী থেকে ক্রিকেটার সবই দেখেছেন, কেউ কেউ আবার তাঁর থেকে খাটো। তাই ভেবেছেন একটি নির্দিষ্ট ম্যাট্রিমনি সাইটের দ্বারস্থ হবেন অভিনেত্রী। দায়িত্ব দিয়েছেন অনুরাগীদের। কিন্তু এতেই বাঁধে গন্ডগোল। ঋষভ অনুরাগীরা ধরেই নেন ক্রিকেট তারকাকেই খোঁচা দিয়ে এ মন্তব্য করেছেন অভিনেত্রী। 

এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উর্বশী লেখেন, এটা একটা ব্র্যান্ডের দেওয়া চিত্রনাট্য এবং তাদেরই বক্তব্য। কাউকে ছোট করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি।

শেষে সংযোজন করে লেখেন, একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমি জানি যে আমার কথার কী প্রভাব পড়তে পারে, বিশেষ করে কোনো ব্র্যান্ডের প্রচার দূত হিসেবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে মুম্বাইয়ের জনপ্রিয় রেস্তোরাঁ, পার্টি ও ইভেন্টগুলোতে একসঙ্গে প্রবেশ ও বের হতে দেখা যাওয়ার পরে গুঞ্জন রটে একে অপরকে ডেট করছেন উর্বশী ও পন্থ। পরের বছর এই ব্যাটসম্যান-উইকেটরক্ষক সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ইশা নেগির সঙ্গে তাঁর সম্পর্কের ঘোষণা দেন।

এরপর ২০২২ সালে আবারও খবরের শিরোনামে আসেন ঋষভ ও উর্বশী। সেসময় এক দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি ছিলেন ক্রিকেটার। যেখানে ঋষভ চিকিৎসাধীন ছিলেন সেই হাসপাতালের একটি ছবি শেয়ার করেছিলেন উর্বশী। সূত্র: টাইমস নাউ, ডিএনএ ইন্ডিয়া।

NC/AS
আরও পড়ুন