ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তোমার সঙ্গে বুড়ো হতে চাই: আলিয়া

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৯:১০ পিএম

বলিউডে অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত ১৪ এপ্রিল তাদের বিয়ের ২ বছর হয়েছে। বিবাহবার্ষিকীতে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এ তারকা দম্পতি।

শাশুড়ি নীতু কাপুর থেকে আলিয়ার মা সোনি রাজদান, দুজনেই সন্তানদের প্রতি ভালোবাসা-দোয়া উজার করে দিয়েছেন। তবে এদিন আলিয়া নিজের প্রোফাইল থেকে যে ছবি শেয়ার করলেন তা দেখে অনুরাগীদের শুভেচ্ছার জোয়ার শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় নিজের নামে প্রোফাইল খোলেননি রণবীর কাপুর। তাই যা সুসংবাদ কিংবা শুভেচ্ছা দেওয়া বা সিনেমার প্রচার, সবটাই আলিয়া তার প্রোফাইল থেকেই করেন। এবার দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও রণবীরকে ‘ভালোবাসা’ জানালেন আলিয়া, সেটা নিয়েই চলছে নেটপাড়ার চর্চা।

লিখলেন, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা মাই লাভ। আজকের মতোই আরও বহু বছর তোমার সঙ্গে কাটাব। সেই ছবির সঙ্গে এক বৃদ্ধ দম্পতির অ্যানিম্যাটিক ছবিও জুড়েছেন আলিয়া ভাট। তারকা দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা, করণ জোহর, কারিনা ও কারিশমা কাপুররা। 

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর-আলিয়া। আর এই দুটো বছর যে তারকা দম্পতির জীবনে বেশ রোমাঞ্চকর কেটেছে, তা বলাই বাহুল্য। বিয়ের বছর না ঘুরতেই ফুটফুটে কন্যা সন্তান রাহা এসেছে তাদের কোলে। এখন তারা মেয়েকে পালনেই ব্যস্ত। সূত্র: পিঙ্কভিলা, হিন্দুস্থান টাইমস।

NC/SA
আরও পড়ুন