গত ১৫ ফেব্রুয়ারি পুত্রসন্তানের মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে বেশি পছন্দ করেন বিরাট-আনুশকা।
মেয়ে ভামিকার বয়স তিন বছর। তবু এখনো মেয়ের চেহারা প্রকাশ্যে আনেননি তারা। ছেলের ক্ষেত্রে জন্মের আগে থেকেই সাবধান। পাপারাজ্জিদের হাত থেকে বাঁচার জন্য ছেলের জন্ম দিয়েছেন লন্ডনে। এই মুহূর্তে আইপিএলে ব্যস্ত বিরাট। ২ মাস পার করে দেশে (ভারত) ফিরলেন আনুশকা। সঙ্গে ছেলে অকায়। বিমানবন্দরে পা দিয়েই শর্ত দিলেন অভিনেত্রী।

ভামিকাকে নিয়ে বরাবরই সাবধান তারা। পাপারাজ্জিদের থেকে মেয়েকে সবসময়ই আগলে রেখেছেন কোহলি দম্পতি। এবার ছেলে অকায়ের ক্ষেত্রেই একই কড়াকড়ি বহাল রাখলেন। আসলে অনেক দিন পর আনুশকাকে বিমানবন্দরে দেখে অভিনেত্রীর ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন ক্যামেরাম্যানরা।
তাতেই নায়িকা জানান, তিনি ছবি দেবেন ছেলে-মেয়েকে ছাড়া। সন্তানদের ছবি তোলা যাবে না। কথা রেখেছেন ক্যামেরাম্যানরা। পাশাপাশি আনুশকা জানিয়েছেন, সবাইকে নিয়ে খুব শিগগিরই একটি অনুষ্ঠান করবেন। সেখানেই ছেলের মুখ সবাইকে দেখাবেন। শুধু ছেলের সেই ছবি বাইরে আনা যাবে না বলেই শর্ত অভিনেত্রীর।

উল্লেখ্য, আনুশকা শর্মা ও বিরাট কোহলির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০১৩ সালে। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে বিয়ে করেন আনুশকা শর্মা।
এটি ছিল ২০১৭ সালে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান। ২০২০ সালের ২৭ আগস্ট একটি ছবি পোস্ট করে আনুশকা ও বিরাট তাদের সন্তানের আগমনের খবরটি জানিয়েছিলেন সবাইকে। ২০২১ সালের ১১ জানুয়ারি প্রথমবার মা হয়েছেন আনুশকা শর্মা। তারা মেয়ের নাম রাখেন ভামিকা। সূত্র: হিন্দুস্থান টাইমস, আউটলুক ইন্ডিয়া।
