আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কর্নধার বলিউড বাদশাহ শাহরুখ খান। নিয়মিতই মাঠে হাজির থেকে নিজের দলের খেলা উপভোগ করেন শাহরুখ।
গত বছর আইপিএলে কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির সঙ্গে মাঠে নেমে নেচেছিলেন শাহরুখ। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে ‘জামাই’ বলেও সম্বোধন করেছিলেন তিনি।

কেকেআরের কর্ণধার জানালেন, কোহলি হলেন বলিউডের ‘জামাই’। স্টার স্পোর্টসে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, কোহলির সঙ্গে অনেক সময় কাটিয়েছি। ওকে খুব ভালোবাসি। আমরা এটাও বলি যে, ও আমাদের জামাই। বাকি ক্রিকেটারদের তুলনায় ওকে অনেক ভালোভাবে চিনি।
শাহরুখের সংযোজন, শুধু বিরাটই নয়, আনুশকা শর্মাকেও অনেক দিন ধরে চিনি। অনেক সময় কাটিয়েছি ওদের সঙ্গে। যখন থেকে ওরা প্রেম করছিল তখন থেকে। সেই সময় আনুশকার সঙ্গে একটা সিনেমার শুটিং করছিলাম। তখন বিরাট দিনের অনেকটা সময় আমাদের সঙ্গে কাটিয়েছে। তখন থেকেই বন্ধুত্ব শুরু হয়েছে।

গত বছর ইডেনের সেই নাচ নিয়ে শাহরুখ বলেছেন, “আমি ওকে ‘পাঠান’ সিনেমার মূল গানের নাচের স্টেপগুলো শিখিয়েছিলাম। ভারতের একটা ম্যাচের সময় ওকে দেখেছিলাম রবীন্দ্র জাদেজার সঙ্গে নাচ করতে। ওরা আমার সিনেমার গানের স্টেপগুলোই করছিল।”
শাহরুখ আরো বলেন, খুব খারাপ নাচছিল ওরা। দেখে ভালো লাগেনি। আমি ওদের বলেছিলাম, তোমরা দ্রুত স্টেপগুলো শিখে নাও, যাতে পরে বিশ্বকাপ বা অন্য প্রতিযোগিতায় গিয়ে সেটা করে দেখাতে পারো। যখনই নাচতে ইচ্ছা হবে, আমাকে ফোন কোরো। আমি শিখিয়ে দেব। সূত্র: পিঙ্কভিলা, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

