ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মা হচ্ছেন ক্যাটরিনা, ভিকি ছুটলেন স্ত্রীর কাছে!

আপডেট : ১১ মে ২০২৪, ০৬:৩০ পিএম

বলিউডের প্রথম শ্রেণির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হচ্ছেন। নায়িকার ঘর আলো করে নতুন সদস্য আসছে এমন গুঞ্জন এর আগেও একাধিকবার উঠেছে। তবে সে সময় গুঞ্জনের কোনো সত্যতা মিলেনি। তবে এই প্রসঙ্গে আবারো আলোচনায় এসেছেন ক্যাটরিনা।

লন্ডন থেকে ডেআউটিং-এর একটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। আর সেই ছবি দেখার পরই নেটিজেনরা অনুমান করছেন মা হতে চলেছেন ক্যাট। ভাইরাল এই ছবির মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, লং কোটে হাত দিয়ে বেবিবাম্প লুকিয়েছেন অভিনেত্রী।

এদিকে ভিকি হঠাৎ ছুটছেন লন্ডনে। ভিকির দ্রুত লন্ডনে যাওয়ার খবর যেন সিলমোহর দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করলো। ফলে আরো জোরালো হলো ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন। চল্লিশ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রীর যত্ন নিতেই লন্ডনে ছুটছেন এই অভিনেতা। 

কয়েক মাস আগে ভারতীয় ধনকুবের অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং অনুষ্ঠানেও গুঞ্জন উঠেছিল মা হচ্ছেন ক্যাট। ওই অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাকে অনেকেরই অনুমান সংসারে এবার নতুন সদস্য আসছে ক্যাট-ভিকির। তবে এ বিষয়ে এখনও কোনো অফিশিয়াল মন্তব্য করেননি তারকা দম্পতি। তাই সত্যটা জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

SN/SA
আরও পড়ুন