দেওল পরিবারের প্রতিটি সদস্য আবেগপ্রবণ: ববি দেওল

আপডেট : ১৫ জুন ২০২৪, ১১:১০ এএম

‘পুরুষদের চোখে জল আসে না’, ভারতে প্রচলিত এই মতবাদে চাপা পড়ে আবেগ লুকিয়ে রাখতে নারাজ দেওল পরিবার। আবেগে চোখে পানি এলে বিব্রত বোধ করেন না তারা। ধর্মেন্দ্র নিজে এই মতবাদে বিশ্বাসী এবং দুই পুত্র সানি ও ববিকেও শিখিয়েছেন এটা স্বাভাবিক অনুভূতির প্রকাশ মাত্র।

গত বছরটা দেওল পরিবারের জন্য মনে রাখার মতো ছিল। ‘রকি অওর রানি’তে ধর্মেন্দ্রের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হওয়ার পর সানি দেওলের ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার ‘গদর ২’ মুক্তি পায়। এরপর ববি দেওলের ‘অ্যানিমেল’ দিয়ে বাজিমাত। বললে বাড়াবাড়ি হবে না, দেওলদের ক্যারিয়ারের একটি যুগান্তকারী বছর হিসেবে কেটেছে এটি। তবে এ সময়টার জন্য করতে হয়েছে অপেক্ষা, হাল ছাড়েনি ধর্মেন্দ্র পুত্ররা। বিশ্বাস ছিল সুদিন আসবে।

বিষয়টি নিয়ে এবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে ববি দেওল জানিয়েছেন, পুরো দেওল পরিবারই আবেগপ্রবণ। তার কথায়, ‘দেওল পরিবারের প্রতিটি পুরুষ কাঁদেন। আর এটার জন্য আমরা বিব্রত বোধ করি না।’ তিনি আরও জানান, দেওল পরিবারের প্রত্যেকেই ভীষণ আবেগী এবং এ ভাবেই খুশি তারা।

HK/FI