ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হঠাৎ মেজাজ হারিয়ে চিৎকার করেন কাজল, কিন্তু কেন?

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১১:৪৮ এএম

বলিউডের যে কজন গুণী অভিনেত্রী আছেন কাজল তাদের অন্যতম। শাহরুখ-কাজল জুটিতে মুগ্ধ সিনেমা পাগল অসংখ্য ভক্ত। অনেকেই বলেন কাজলের হাসিটাই একটা ম্যাজিক। এবার সেই হাসিমাখা মুখে স্নিগ্ধতার বদলে যেন আগুন দেখলো ভক্তরা। ঘটনআটি ঘটেছে মুম্বাইয়ের মুখার্জি বাড়িতে দুর্গাপূজার অনুষ্ঠানে।

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে এবারেও দুর্গোৎসব পালন হচ্ছে মুম্বাইয়ের মুখার্জি বাড়িতে। সেখানে হাস্যোজ্জ্বল মুখে কাজলকে দেখা গেছে, কখনো তিনি অতিথি আপ্যায়ন করছেন আবার কখনো ভোগ পরিবেশন করছেন। সব মিসলিয়ে তিনি খুব ব্যস্ত সময় পার করছিলেন তা বোঝাই যাচ্ছিল। বিপত্তিটা ঘটলো ঠিক সেখানেই। হঠাৎ ক্ষুদ্ধ মেজাজে ধরা দিলেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে স্পষ্ট, দায়িত্ব সহকারে পূজার কাজ সামলাচ্ছেন তিনি। আর সেখানেই মানে পূজামণ্ডপে জুতা পরে আসতে দেখে পাপারাজ্জিদের ওপর চটে গেলেন কাজল। হঠাৎই তিনি মেজাজ হারিয়ে চিৎকার করে ওঠেন তিনি।

এ সময় পাপারাজ্জিদের দিকে ভ্রু কুঁচকে বলেন, যান। এখনই জুতা খুলে আসুন। সঙ্গে সঙ্গে মাইক হাতে নিয়ে কাজল বলেন, জুতাগুলো সব বাইরে রেখে আসুন। এখানে পূজা হচ্ছে। প্রত্যেকে দয়া করে শ্রদ্ধাটুকু বজায় রাখুন।

এ সময় কাজলের পাশে তার বোন তানিশা মুখার্জি এবং আলিয়া ভাটকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ক্ষুব্ধ কাজলকে চেঁচাতে দেখে তারাও যেন কিছুটা ঘাবড়ে যান।

এদিকে ভাইরাল হওয়া এমন ভিডিও দেখে নিশ্চুপ থাকতে পারেননি নেটিজেনরা। সেখানে কেউ কেউ বলেন, ঠিক করেছেন অভিনেত্রী। মন্দিরে কোনোভাবেই জুতা পরে আসা মেনে নেওয়া যায় না। অনেকে আবার রসিকতাও করেছেন কাজলের এই মেজাজি রূপ দেখে। তাদের দাবি, বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের ছাপ দেখা যাচ্ছে কাজলের আচরণে।

উল্লেখ্য, জয়া বচ্চনকে প্রায়ই পাপারাজ্জিদের ওপর রেগে যেতে দেখা যায়। কাজলকে দেখে নাকি তার কথাই মনে পড়ছে অনেকের। ঘটনাচক্রে দুজনের শরীরেই বইছে বাঙালি রক্ত। সূত্র: আনন্দ বাজার

SN/FI
আরও পড়ুন