লাফটার ডে তে নিজেকে নিয়েই হাসলেন কাজল

আপডেট : ০৬ মে ২০২৪, ০৭:৫১ এএম

বলিউড স্টারসুলভ ঠাঁট-বাট খুব একটা দেখান না কাজল। হাঁটাচলায় বড্ড ক্যাজুয়াল। আর এ কারণেই পূজা মন্ডপ থেকে শুরু করে ফিল্মের ট্রেলার লঞ্চ ইভেন্ট কিংবা শ্যুটিং সেট, হাঁটতে-চলতে দুমদাম পড়ে যেতে দেখা যায় কাজলকে। ব্যস্ততাময় কাজলের জীবন। সারাক্ষণ ছবি শিকারিরা ঘিরে থাকেন অজয় ঘরণীকে। অথচ ক্যামেরার তোয়াক্কা না করে নিজের ছন্দেই হাঁটাচলা করতে গিয়ে বিপত্তি বাঁধান কাজল।

রোববার (৫ মে) ছিল ওয়ার্ল্ড লাফটার ডে। সেই উপলক্ষ্যেই সবার সামনে নিজের আছাড় খাওয়ার মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন কাজল নিজেই। সেইসঙ্গে নিজের কেরিয়ারের কিছু ‘এপিক’ মূহূর্ত ফিরে দেখলেন কাজল।

ভিডিও’র বিবরণীতে লিখেছেন, ‘আমার ছবি ফিরে দেখে আমি নিশ্চিত যে আমি স্থিরচিত্রেই সভ্য আচরণ করি! তাই শান্ত হয়ে বসুন আর ফিরে দেখুন কিছু ভিডিও যেখানে আমি অন্যদের হাসিয়েছি’। সত্যি নিজেকে নিয়ে মজা কিন্তু সবাই করতে পারে না। ক্যামেরার সামনে পড়ে যাওয়ার ভাইরাল ভিডিও’র কোলাজ দেখা গেল খোদ কাজলের ইনস্টাগ্রাম দেয়ালে। 

গত বছর দুর্গাপূজায় মহাসপ্তমীর দিন সকালেই সেজেগুজে মুখার্জি বাড়ির পুজাতে ছেলে যুগকে নিয়ে উপস্থিত হয়েছিলেন কাজল। গোলাপি রঙের এমব্রয়ডারী করা শাড়িতে ঝলমল করেন অভিনেত্রী। তবে মণ্ডপ থেকে নামার সময় হঠাৎই হুমড়ি খেয়ে পড়েন নায়িকা। পরের ঝলকে দেখা গেল বছর ৬ আগের এক ভিডিও। মুম্বাইয়ের এক শপিং মলে প্রোমোশন্যাল ইভেন্টে পৌঁছানোর তাড়ায় ধড়াস করে পড়ে যান অভিনেত্রী।
দিলওয়ালে ছবির প্রচারের সময়ও মঞ্চে কথা বলতে বলতেই উল্টে যাচ্ছিলেন কাজল, সেই সময় কো-স্টার বরুণ ধাওয়ান নাটকীয় কায়দায় সামলে নেন কাজলকে। কাজলের শেয়ার করা ভিডিওর শেষ অংশে ছিল কুছ কুছ হোতা হ্যায়ের স্মৃতি। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া করণ জোহরের পরিচালনায় এই ছবির গানের দৃশ্যের শ্যুটিংয়ে সাইকেল নিয়ে মুখ থুবড়ে পড়েন কাজল। 

এই দৃশ্যের শ্যুটিংয়ের কথা বলতে গিয়ে একবার করণ জোহর ফাঁস করেছিলেন, পড়ে যাওয়ার পর সাময়িক স্মৃতিভ্রম হয়েছিল কাজলের। তিনি কে, তাঁর নাম কী, কী করেন কিছুই মনে পড়ছিল না অভিনেত্রীর। যদিও খানিকক্ষণ পরে অবশ্য পরিস্থিতি ঠিক হয়ে যায়।

কাজলের এই ভিডিও দেখে নেটিজেনরা অনেকেই নিজের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।  

 

 

 

AH
আরও পড়ুন