বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি গোবিন্দা ও রাভিনা ট্যান্ডন। ৯০-এর দশকের দিকে বক্স অফিসে একেরপর এক হিট ছবি উপহার দিয়েছেন তারা। একাধিক চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করার কারণে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠেছিল। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইনের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। তাদের দাম্পত্য জীবন সম্পর্কে রীতিমত বোমাই ফাটিয়েছেন। জানিয়েছেন একজন সুপারস্টারের স্ত্রী হিসেবে দাম্পত্যের অভিজ্ঞতা।
তিনি বলেন, রাভিনা এখনও বলেন, ‘তোর সঙ্গে আগে দেখা হলে, তোকেই বিয়ে করতাম।’ আমি আবার রাভিনাকে বলেছি, ‘নিয়ে যা। তা হলে হাড়ে হাড়ে টের পাবি।’
রাভিনার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়েছিলেন সুনীতা। গোবিন্দের অন্য নায়িকাদের সঙ্গেও বন্ধুত্ব ছিল তার। শিল্পা শেট্টি ও মনীষা কৈরালার সঙ্গে প্রায়ই দেখা হত অভিনেতার স্ত্রীর।
বিশেষত, ছবির শুটিংয়ের পরে দেখা করে খাওয়াদাওয়া করতেন তারা। তবে এর পাশাপাশি সংসারের দায়িত্বও ছিল সুনীতার কাঁধেই। গোবিন্দ বিরামহীনভাবে ছবির শুটিং করতেন। সেই সময়ে সন্তানদের দেখভাল করতেন স্ত্রী।
গোবিন্দের সঙ্গে বর্তমানে দাম্পত্যের সমীকরণ নিয়েও মুখ খুলেছেন সুনীতা। অভিনেতার স্ত্রী জানিয়েছেন, এখন তিনি এবং গোবিন্দ আলাদা থাকেন। সন্তানদের নিয়ে থাকেন সুনীতা। সেই বাড়ির বিপরীতে একটি বাংলোতে একা থাকেন গোবিন্দ। প্রতিদিনের কাজ সেরে বাড়ি ফিরে অভিনেতা নাকি বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকেন।
খানিকটা মজা করেই গোবিন্দপত্নী বলেন, ‘আমি ওকে বলেছি আগামী জন্মে ও যেন আমার স্বামী না হয়। ও কোথাও ঘুরতে যেতে চায় না। আমার তো রাস্তায় ওর সঙ্গে দাঁড়িয়ে একটু ফুচকা খেতেও ইচ্ছে করে। আমরা দু'জনে একসঙ্গে শেষ কবে একটা সিনেমা দেখতে গিয়েছি, সেটাও আমার মনে নেই।’
