বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানু। গানের জগতে তাকে নক্ষত্র মনে করা হয়। তবে ব্যক্তিগত জীবনে তাকে নিয়ে চর্চার শেষ নেই। সম্প্রতি এক অভিনেত্রীর সাক্ষাৎকারে উঠে আসে তার দাম্পত্য ও প্রেমজীবন নিয়ে।
অভিনেত্রী কুনিকা সদানন্দ দাবি করেছেন প্রথম স্ত্রীর থাকাকালীন তার সঙ্গে একত্রবাস করেছেন গায়ক। পাশাপাশি ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেন ডিভোর্স।
এর আগে কুমার শানুর ছেলে জানকেও এমন বলতে শোনা গিয়েছিল বিগ বসের আসরে। তিনি বলেছিলেন, ‘আমার জন্য, আমার মা-ই বাবা এবং মা উভয়ের ভূমিকা পালন করেছে। আমার মা যখন আমাকে নিয়ে ৬ মাসের গর্ভবতী ছিলেন, তখন আমার বাবা-মা আলাদা হয়ে যান, তাই আমি শৈশব থেকেই কেবল মায়ের সঙ্গেই বড় হয়েছি’।
এদিকে কুমার শানুর সেক্রেটারিও গায়কের বহুগামিতার কথা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, ‘কুমারের অনেক 'গার্লফ্রেন্ড' আছে এবং আপাতত, তিনি জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে ডেট করছেন।’
মূলত এই মীনাক্ষী-ই কুমার শানুর প্রথম সংসার ভাঙার নেপথ্য কারিগর। মহেশ ভাটের জুর্মের প্রিমিয়ার শোতে প্রথম দেখা হয় তাদের। এরপর প্রেম। প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের সঙ্গে কুমার শানুর বিয়ে হয়েছিল আশির দশকের মাঝামাঝিতে। তাদের তিন সন্তান। তারা হলেন জেসি, জিকো ও জান।
এদিকে কুমারের সঙ্গে নিজের প্রেমের ফিরিস্তিও গেয়েছেন কুনিকা। তিনি জানান, স্ত্রী রীতার সঙ্গে ঝামেলা চলছিল সেসময়। একদিন কিছু বন্ধুর সঙ্গে বসে মদ্যপান করছিলেন শানু। হঠাৎ কাঁদতে শুরু করেন। হোটেলের ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ারও চেষ্টা করেন। সেসময় গায়ককে সামলাতে সামলাতে ভালোবেসে ফেলেন কুনিকা। তারা দীর্ঘ ৫ বছর লিভ ইন করেন।
