সাইফ-কারিনার এআই ছবি পোস্ট করে ট্রলের শিকার হয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় পর তার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করার পর নেটিজেনদের ট্রলের শিকার হন তিনি।
এক্স হ্যান্ডেলে রোববার (১৯ জানুয়ারি) সমবেদনা জানিয়ে একটি স্ট্যাটাস দেন এই অভিনেতা। পোস্টে তিনি সাইফ-কারিনার এআই ছবি ব্যবহার করেন। আরোগ্য কামনার পাশাপাশি তিনি যে ছবি পোস্ট করেছেন সেটি এআই জেনারেটেড। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে সইফ আর পাশে রয়েছেন স্ত্রী করিনা।

পোস্টে তিনি লেখেন, ‘যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের খুব কাছের ও প্রিয় মানুষ সাইফের সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে ভাবা যায় না। তবে আশার কথা, ও দ্রুত সেরে উঠছে। আমার সমবেদনা রইল রাজ কাপুরের পৌত্রী কারিনা ও তার পরিবারের প্রতি।’
শত্রুঘ্ন আরও লেখেন, ‘এই সময় একে অপরকে দোষারোপ করা বন্ধ করুন। মুম্বাই পুলিশ তাদের কাজ করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস যথেষ্ট চিন্তিত এমন ঘটনায়। অহেতুক জলঘোলা করবেন না।’
কবে বাড়ি ফিরবেন সাইফ?
প্রকাশ পেল সাইফ আলী খানের ওপর ‘হামলাকারীর’ ছবি