বাবাকে দেখতে মায়ের সঙ্গে হাসপাতালে হাজির হলো সাইফ-কারিনার দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গীর। তিনদিন পর মা কারিনা কাপুরের সঙ্গে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে বাবা সাইফ আলী খানকে দেখতে যায় তারা।
বান্দ্রায় নিজ বাড়িতে (১৫ জানুয়ারি) গভীরে রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়। ছুরি দিয়ে ৬ বার কোপানো হয় তাকে।
পর্দার হিরোর মতোই সন্তানের সুরক্ষায় নিজের প্রাণ বাজি রেখেছিলেন সাইফ আলী খান। গুরুতর জখম অবস্থায় দ্রুত তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সাইফ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া হতে জানা যায়, গেল ১৯ জানুয়ারি দুই ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন কারিনা কাপুর। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই ছেলেকে বাবার সঙ্গে দেখা করান অভিনেত্রী। ক্যামেরার সামনে হাসিখুশি থাকে ছোট ছেলে জাহাঙ্গীর। তৈমুর একটু বড়, সে শান্ত স্বভাবের।
ক্যামেরার সামনে বরাবর উৎফুল্ল থাকলেও এ দিন হাসপাতাল থেকে বের হওয়ার সময় মন খারাপ ছিল দুই ভাইয়ের। পরে কারিনার বোন কারিশমা এসে তৈমুর-জাহাঙ্গীরকে নিজের বাড়িতে নিয়ে যান।
সাইফের ওপর হামলাকারী পাঁচ দিনের রিমান্ডে