রক্ষীরা ছিলেন ঘুমে, সিসিটিভি ছিল বিকল: সাইফের হামলাকারী

পুলিশের জেরায় অভিযুক্ত শরিফুল স্বীকার করেছেন যে শাহরুখ খানের বাংলো মান্নাতেও চুপিসারে ঢোকার পরিকল্পনা করেছিলেন তিনি। কিং খানের বাংলোয় প্রবেশের জন্য ১৪ জানুয়ারি শরিফুল রেকি করেছিলেন।

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম

সাইফ আলীকে ছুরিকাঘাত করা অভিযুক্ত হামলাকারী বলেছেন, বাড়ির সদগুরু শারানের মূল ফটক দিয়ে প্রবেশ করেছিলেন তিনি।

মঙ্গলবার (২১ জানুযারি) সাইফের ওপর হামলার ঘটনাটি ‘রিক্রিয়েট’ করে পুলিশ। এ সময় অভিযুক্ত মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ পুলিশকে এ তথ্য জানান।

অভিযুক্ত শরিফুল পুলিশকে জানিয়েছেন, আবাসনের দুজন নিরাপত্তারক্ষী তখন অঘোরে ঘুমাচ্ছিলেন। এর মধ্যে একজন রক্ষী কেবিনের মধ্যে গভীর ঘুমে ছিলেন। আর একজন রক্ষী মূল ফটকের কাছেই ঘুমাচ্ছিলেন।। আরও দুজন নিরাপত্তারক্ষী ঠিকমতো পাহারা দিচ্ছিলেন না বলে দাবি করেন তিনি।

শরিফুল বলেন, সেখানে সিসিটিভি কাজ করছিল না। আর এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছেন শরিফুল। তিনি প্রথমে পেছনের সিঁড়ি দিয়ে এবং পরে ডাক্ট এলাকার পাইপ বেয়ে সাইফ-কারিনার অ্যাপার্টমেন্টে পৌঁছে যান। শৌচাগারের জানালার কাচ ভেঙে তৈমুর-জেহর বেডরুমে প্রবেশ করেছিলেন।

পুলিশের জেরায় অভিযুক্ত শরিফুল স্বীকার করেছেন যে শাহরুখ খানের বাংলো মান্নাতেও চুপিসারে ঢোকার পরিকল্পনা করেছিলেন তিনি। কিং খানের বাংলোয় প্রবেশের জন্য ১৪ জানুয়ারি শরিফুল রেকি করেছিলেন বলে পুলিশকে জানান। এমনকি মান্নাতের বিশাল প্রাচীর টপকানোর জন্য সাত থেকে আট ফুট উচ্চতার এক লোহার মই নিয়ে সেখানে হাজির হয়েছিলেন শরিফুল।

পুলিশের দাবি অভিযুক্ত শরিফুল বাংলাদেশের নাগরিক। তার পরিবারের সবাই বাংলাদেশেই থাকেন। মেঘালয় দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন শরিফুল।

মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে আততায়ীর হাতে জখম হওয়ার পর লীলাবতী হাসপাতালে ভর্তি সাইফ আলী খান দীর্ঘ ৫ দিন চিকিৎসা গ্রহণ শেষে মঙ্গলবার (২১ জানুয়ারি) বাড়ি ফিরেছেন। 

Fj