ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রণবীরের কোলেই আলিয়ার জন্মদিন উদযাপন

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৫:০৮ পিএম

ক্যালেন্ডারে ১৫ মার্চ আসতে আরও দিন দুয়েক বাকি। সেদিনই ৩২ বছরে পা রাখতে চলেছেন বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট। জন্মদিন বলে কথা, কাপুর বাড়ির বউমার জন্য যে বিশেষ আয়োজন থাকবে, তা বলাই বাহুল্য। তবে এবার আগে থেকেই জন্মদিন উদযাপন শুরু করে দিলেন অভিনেত্রী। 

সম্প্রতি আলিয়া ভাটের জন্মদিন উপলক্ষে সারমেয়দের জন্য ভ্যাকসিনেশনের আয়োজন করেছিলেন অনুরাগীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে পাপারাজ্জিদের নিয়ে জন্মদিন পালন করলেন অভিনেত্রী। সেই সেলিব্রশনের মুহূর্ত ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়।

সেসব ছবি-ভিডিওতেই দেখা গেল ফটোশিকারিদের সামনেই একে-অপরের প্রেমে ডুবে রণবীর-আলিয়া। কোনো রাখঢাক নেই! সাতসকালে সাদামাটা সাজপোশাকে অনুষ্ঠানে হাজির বলিউডের তারকাদম্পতি।

কেক কাটার মুহূর্তে কখনও নাচতে দেখা যায় উচ্ছ্বসিত আলিয়াকে তো কখনও বা আবার রণবীরের কোলে বসে পাপারাজ্জিদের নিয়ে ছবি তুললেন অভিনেত্রী। লেন্সবন্দি হল তাঁদের খুনসুঁটির মুহূর্তও। স্ত্রী কপালে আদুরে চুম্বন করে কেক খাইয়ে দিলেন রণবীর। তারপর আবার দুষ্টুমির ছলে আলিয়ার গালে কেক মাখিয়ে দিতে দেখা গেল তাকে।

আলিয়ার জন্মদিনের অনুষ্ঠানে নতুন লুকে নজর কাড়লেন রণবীর কাপুর। অবশ্য কম যান না অভিনেত্রীও। সাড়ে বাইশ হাজার টাকার পিচ রঙের চান্দেরি কুর্তি বেছে নিয়েছিলেন আলিয়া। হালকা মেকআপে তাঁর মিষ্টি লুকও মনে ধরেছে ভক্তদের। আপাতত রাহার মা-বাবার খুনসুঁটিতে মজে নেটপাড়া।

জানা গেছে, এদিনের অনুষ্ঠানে আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়েও পাপারাজ্জিদের সঙ্গে কথা বললেন দম্পতি।

এদিকে, রণবীর কাপুর ও আলিয়া ভাটকে নিয়ে অয়ন মুখার্জি নির্মাণ করেছিলেন ‘ব্রহ্মাস্ত্র’। এই সিনেমা দিয়েই পর্দায় প্রথম জুটিবেধে হাজির হন রণবীর-আলিয়া দম্পতি। দর্শক ভীষণ পছন্দ করেছিলেন সিনেমাটি।

নির্মাতা আগেই ঘোষণা দিয়েছিলেন যে, এই সিনেমাটি হবে মোট তিনটি পর্বে। এবার দ্বিতীয় পর্ব অর্থাৎ ‘ব্রাহ্মাস্ত্র ২’ বানানোর পরিকল্পনা করছেন অয়ন। খবরটি জানিয়েছেন খোদ রণবীর কাপুর।

অয়ন এখন ব্যস্ত হৃতিক রোশন, কিয়ারা আদভানি অভিনীত ‘ওয়ার ২’ সিনেমার কাজ নিয়ে। এটি শেষ হলেই ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমার প্রি-প্রোডাকশন শুরু হবে বলে জানিয়েছেন রণবীর।

NC
আরও পড়ুন