ঢাকা
সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

শাহরুখকে দেখে অভিনেত্রী হাত কাটতে চেয়েছিলেন!

আপডেট : ২১ মে ২০২৫, ০৮:০২ পিএম

শাহরুখ খান। যাকে সবাই বলিউড বাদশা হিসেবেই চেনে। প্রিয় এই তারকার ভক্তরা কত না পাগলামি করেন কারণে-অকারণে। কেউ শরীর জুড়ে তার জন্য করেছেন ট্যাটু, কেউ নিজের ঘর সাজিয়েছেন সুপারস্টারের ছবি দিয়ে। তবে সবাইকে ছাপিয়ে গেলেন বলিউড অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। অভিনেত্রীর পাগলামির কথা শুনে স্বয়ং শাহরুখ ভক্তরাই হতবাক হয়ে গিয়েছে।   

অ্যাটলি পরিচালিত ‘বেবি জন’ সিনেমার প্রমোশন অনুষ্ঠানে বলিউড বাদশা শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিলেন পরিচালক। আমন্ত্রণ পেয়ে হাজিরও হয়েছিলেন তিনি। সিনেমার প্রমোশন অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী নিজের হাত কাটার কথা বলেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষটি নিজেই জানিয়েছেন ওয়ামিকা।

অভিনেত্রী বলেন, শাহরুখের সঙ্গে আমার প্রথম যেদিন কথা হয়েছিল সেদিন খুবই অদ্ভুত ঘটনা ঘটে। ‘বেবি জন’ সিনেমার প্রমোশন অনুষ্ঠানে মাত্র ১৫ মিনিটের জন্য এসেছিলেন অভিনেতা। আমার সঙ্গে সেই দিন আমার ভাইও ছিল। শাহরুখকে দেখে সবাই অবাক হয়ে গিয়েছিলেন। উপস্থিত সবাই মুগ্ধ হয়ে ওনার কথা শুনছিলেন।’

সেই সময়ে শাহরুখের ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলেন ওয়ামিকা ও তার ভাই। অভিনেত্রীর ভাষ্য, আমি আর ভাই নিজেদের মতো কথা বলছিলাম। শাহরুখের সঙ্গে আমাদের কী ধরনের কথা হতে পারে, তা নিয়েই আলোচনা করছিলাম।’ ভাইকে ওয়ামিকা জিজ্ঞেস করেছিলেন, যদি শাহরুখ আমার সঙ্গে কথা বলতে আসেন, তাহলে আমার কী বলা উচিত? উত্তরে অভিনেত্রীর ভাই বলেছিলেন, শাহরুখ কথা বলতে এলে নিজের হাতের শিরা কাটার কথা বলবে।

কিছুক্ষণ পরেই ওয়ামিকার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন শাহরুখ। তখনই সেই ‘অদ্ভুত’ ঘটনা ঘটে। অভিনেত্রী বলেন, অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার আগে আমার সঙ্গে কথা বলতে এগিয়ে এসেছিলেন তিনি। তখন আমি বলে ফেলি; আজকে সত্যিই ভালো লাগল আপনার সঙ্গে দেখা করে। একটু আগে আমার ভাই আমাকে বলেছিল আপনার সাথে কথা বলার সময়, আমি যেন নিজের হাতের শিরা কেটে ফেলার কথা বলি। তবে আমি সেটা কখনও করব না।

Raj/AHA
আরও পড়ুন