বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে নিরাপত্তা ভাঙার চেষ্টা করায় এক যুবক ও এক নারীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
মুম্বাই পুলিশ সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিযুক্তরা হলেন—ছত্তিসগড়ের বাসিন্দা জিতেন্দ্র কুমার সিং (২৩) এবং ঈশা ছাবড়া (৩২)। তারা গত মঙ্গলবার ও বুধবার আলাদা আলাদাভাবে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশের চেষ্টা করেন।
মুম্বাই পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে জিতেন্দ্র কুমার সিং সালমান খানের বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিলেন। নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি রেগে গিয়ে নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেন।
পরে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ ওই যুবক ভবনের এক বাসিন্দার গাড়ির পেছন দিয়ে লুকিয়ে সালমানের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন। তবে পুলিশ কর্মী তাকে ফের ধরে ফেলে এবং তাকে সরাসরি বান্দ্রা থানায় হস্তান্তর করা হয়।
জিজ্ঞাসাবাদে জিতেন্দ্র কুমার জানান, তিনি সালমান খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাকে ঢুকতে না দেওয়ায় তিনি গোপনে প্রবেশের চেষ্টা করেন।
এদিকে, বুধবার ভোর ৩টা ৩০ মিনিটের দিকে একই ধরণের চেষ্টা করেন ঈশা ছাবড়া নামের এক ৩২ বছরের নারী। এমনকি তিনি অ্যাপার্টমেন্টের লিফট পর্যন্ত পৌঁছে যান। তবে পুলিশ সেখানে তাকে ধরে ফেলে।
পরে দুজনের বিরুদ্ধেই অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে।