মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে সোমবার (২৩ জুন) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের প্রথম হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’র সেটে আনুমানিক ভোর ৬টা ৩০ মিনিটে আগুন লাগে।
এ অগ্নিকাণ্ডের ঘটনা নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন’। তাদের বিবৃতি থেকে জানা যায়, সকাল ৭টায় শুটিং শুরু হওয়ার কথা ছিল। তার আগে সেট প্রস্তুত কাজ চলছিল। তখনই ভোর ৫টায় শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহন্মুম্বই পৌরসভা (BMC) জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেটের একটি তাঁবুর কাঠামো থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেয়।
ভাগ্যক্রমে, তখনো অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায় (অনুপমা চরিত্রে) এবং অন্যান্য শিল্পীরা সেটে উপস্থিত ছিলেন না। ফলে কেউ হতাহত হননি।
‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন’র প্রেসিডেন্ট সুরেশ শ্যামলাল গুপ্ত এ অগ্নিকাণ্ডের দ্রুত কারণ বের করতে এবং সুষ্ঠু তদন্তের জন্য মহারাষ্ট্রের মিনিস্টারের কাছে আবেদন জানিয়েছেন। ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি এফআইআর দায়ের করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একটি কুচক্রী মহল দেশের সিনেমাকে ধ্বংস করতে চায়: শাকিব