ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মৃত্যুর আগে শেষ পোস্টে কী লিখেছিলেন শেফালি

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৫:৩৬ পিএম

‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মারা যান। শেফালির মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। তবে ‘কাঁটা লাগা’ খ্যাত এ অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। হৃদরোগ নাকি অন্য কারণ রয়েছে শেফালির মৃত্যুর পেছনে তা নিশ্চিত হতে মাঠে নেমেছে ভারতীয় পুলিশ। 

এরইমধ্যে আলোচনায় সোশ্যাল মিডিয়ায় দেওয়া শেফালির শেষ পোস্ট।

মৃত্যুর তিন দিন আগে ইনস্টাগ্রামে শেষ পোস্ট দেন শেফালি। এতে নিজের ফটোশুটের ছবি প্রকাশ করেছিলেন। এসব ছবিতে শেফালিকে বরাবরের মতোই খুব সুন্দর ও হাসিখুশি দেখাচ্ছে। ফটোশুটের সময় শেফালী পরেছিলেন ধূসর রঙের শিমারি ড্রেস। প্রতিটি ছবিতেই শেফালির একটি বিশেষ স্টাইল রয়েছে। এসব ছবি দিয়ে ক্যাপশনে শেফালি লিখেছেন- 'বেবি মেক হ্যাপি'। সেই সঙ্গে তার মৃত্যুর পর এখন এই পোস্ট বেশ ভাইরাল হচ্ছে।

পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলেও একটি পোস্ট দিয়েছিলেন শেফালি। সেখানে মৃত বন্ধু সিদ্ধার্থকে নিয়ে লিখেছিলেন, ‘আজ তোমার কথা ভাবছি, শুধু বন্ধু...’।

 

AA/AHA
আরও পড়ুন