ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নায়কের মুখে গন্ধ, অসুস্থ হয়ে পড়েছিলেন বিপাশা

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৩:১৭ পিএম

‘জোরি ব্রেকার’ নামে এক সিনেমার শুটিং করছিলেন বিপাশা বসু। এই সিনেমার শুটিং করতে গিয়ে বিপাকে পড়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সিনেমার শুটিংয়ের একটি অপ্রত্যাশিত ঘটনা তুলে ধরলেন অভিনেত্রী।

বিপাশা জানান, ছবিতে মাধবনের সঙ্গে একটি চুম্বনের দৃশ্য ছিল, যেটি করতে তিনি শুরুতে দ্বিধায় ছিলেন। কারণ, মাধবনের স্ত্রী তার খুবই ঘনিষ্ঠ বন্ধু। তবে পরিচালক বারবার অনুরোধ করে তাকে রাজি করান।

তবে শুটিং শেষ হতেই ঘটে অস্বস্তিকর ঘটনা। বিপাশা জানান, দৃশ্যটি শেষ করে তিনি সঙ্গে সঙ্গে নিজের ঘরে চলে যান, কারণ তার গা গুলিয়ে উঠছিল, অসুস্থ অনুভব করছিলেন। পরে জানতে পারেন, মাধবন শুটিংয়ের আগে পেঁয়াজ রয়েছে- এমন খাবার খেয়েছিলেন, যার গন্ধ থেকেই এমন প্রতিক্রিয়া হয় তার।

এই ঘটনাকে স্বাভাবিকভাবেই এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন বিপাশা। তবে তাদের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়েনি এ নিয়ে। মাধবনের সঙ্গে এখনও তার বন্ধুত্ব অটুট রয়েছে, আর তারা নিয়মিত যোগাযোগও রাখেন।

RK/SN
আরও পড়ুন