শেফালী জারিওয়ালা বেঁচে থেকেও নিজের মৃত্যুর খবর পেয়েছিলেন । ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানে নেচে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী।
কোমরে নিম্নগামী জিন্সের প্যান্ট থেকে অন্তর্বাসের উঁকি এবং হাতে উল্কি। সেই উল্কির জন্যই একবার বিতর্ক তৈরি হয়েছিল অভিনেত্রীকে ঘিরে।
সেই মিউজিক ভিডিওতে দেখা যায়, প্রেমিকের মন জয় করতে শেফালীর হাতের উল্কিতে লেখা ‘আই লভ ইউ’। এই উল্কির সূচ থেকে নাকি ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। ক্যানসারের জেরেই তার মৃত্যু হয়।
‘কাঁটা লগা’ গান জনপ্রিয় হওয়ার পরে শেফালীর নামে এই খবর রটে গিয়েছিল ভারতে। বেঁচে থেকেই নিজের মৃত্যুর খবর শোনার পর কি প্রতিক্রিয়া ছিল অভিনেত্রীর? গত বছর এক পডকাস্টে সেই অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।
২০০৩ সালে মৃত্যুর খবর যখন রটেছিল, তখন জনপ্রিয়তার শিখরে শেফালী। ফলে তার কাছে একটার পর একটা আসছিল সেই সময়ে। শেফালী নিজেই বলেছেন, মৃত্যুর খবর জাতীয় খবরে পরিণত হয়েছিল। সংবাদমাধ্যম থেকে একের পর এক ফোন আসছিল। তখন অনুরাগীদের উন্মাদনা অন্য মাত্রায় দেখা যেত। তখন তো আর সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। ল্যান্ড লাইনে ফোন করে সবাই জানতে চাইত, বেঁচে আছি কি না। এই বিষয়টা সত্যিই খুব মজার ছিল!
যৌনপল্লির সত্য ঘটনার সিনেমা ‘রঙবাজার’ আসছে পূজায়
চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান পাচ্ছেন জবির ৩ শিক্ষার্থী