বলিউড অভিনেত্রী কারিনা কাপুর একজন স্টাইল আইকন, তারই প্রমাণ দিলেন আবারও। এবার রীতিমতো যেন ফ্যাশনের সংজ্ঞাই পালটে দিয়ে মুগ্ধতা ছড়ালেন তিনি। নিজেকে ব্যতিক্রমী সাজে সাজালেন এই বলিউড অভিনেত্রী। যা অবাক করেছে নেটিজেনদের।
সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী কারিনা কাপুর। ছবিতে দেখা গেছে, হলুদ রঙের বিকিনির সঙ্গে কারিনা পরেছেন চেক প্রিন্টের একটি লুঙ্গির মতো পোশাক, আদতে যেটি স্কার্ট। সঙ্গে মাথায় স্ট্র হ্যাট, চোখে সানগ্লাস আর খোলা চুল-সব মিলিয়ে ছুটি কাটানোর বদলে ধারণা করা হচ্ছে ফ্যাশনের নতুন সংজ্ঞা দিতেই সেখানে গিয়েছিলেন অভিনেত্রী।

কারিনা নিজেই ছবির ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘গ্রিসের সমুদ্র সৈকতে লুঙ্গি ডান্স করলাম। দারুণ মজা হলো। সবাইকে একবার ট্রাই করে দেখার পরামর্শ দিচ্ছি।’
এদিকে ‘লুঙ্গি ডান্স’ ছিলো একসময়ের আলোচিত একটি মিউজিক। ‘লুঙ্গি ডান্স’ শুনলেই যাদের মনে পড়ে, তারা হলেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার সেই বিখ্যাত গান আজও অনেক জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকেই যেন বাস্তবে নিজের স্টাইলে তুলে ধরলেন কারিনা কাপুর।
কারিনার বিদেশের মাটিতে লুঙ্গি পরার এই স্টাইল স্টেটমেন্ট নিয়ে শুরু হয়েছে চর্চা। অনেকেই ‘দেশি গার্ল’ বলে প্রশংসা করছেন কারিনাকে, আবার কেউ মজা করে বলছেন- শুধু লুঙ্গি পরে ফেললেই কি কেউ দেশি গার্ল হয়ে যায়? বিতর্ক থাকলেও, কারিনার সাহসী এবং ফ্যাশনে যে নজর কেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না।
