ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অভিনেত্রী শেহনাজ গিল হাসপাতালে ভর্তি 

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১১:১৫ এএম

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী শেহনাজ গিল। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ১৩’ থেকে পরিচিত জনপ্রিয় বলিউড অভিনেত্রী ও গায়িকা শেহনাজ। 

হঠাৎ করেই রক্তচাপ আশানুরূপ কমে যায়, ফলে শেহনাজ অবস্থার অবনতি হলে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে আইভি ড্রিপের সাহায্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ভারতীয় গণমাধ্যমের তথ্য জানাগেছে, লো ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর অসুস্থতার খবর জানতে পেরে হাসপাতালে ছুটে যান ‘বিগ বস ১৮’-এর জয়ী করণ বীর মেহরা। হাসপাতাল থেকে শেহনাজের সবশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন করণ। 

ভিডিও বার্তায় তিনি জানান, আপনারা সবাই শেহনাজের জন্য প্রাণ খুলে প্রার্থনা করুন। ও যেন খুব দ্রুত আগের মতো প্রাণচঞ্চল হয়ে ফিরে আসে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন শেহনাজ, স্যালাইন চলছে তার হাতে। করণ মজার ছলে কিছু বলতে গেলে হাসিতে ফেটে পড়েন শেহনাজ। তিনি নিজেই বলেন, ও আমাকে হাসানোর চেষ্টা করছে।

এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভক্তদের উদ্বেগ। ভক্ত ও বিনোদন শিল্পের সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ ও ভালোবাসার বার্তা পাঠাচ্ছেন। 

বলে রাখা ভালো, ২০২৩ সালে মুক্তি প্রাপ্ত সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে দেখা যায় শেহনাজ গিলকে। সম্প্রতি একটি পাঞ্জাবি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। 

AHA
আরও পড়ুন