৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। অভিযোগ করেছেন মুম্বাইয়ের লোটাস ক্যাপিটাল ফিনান্সিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি।
দীপকের দাবি, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি রাজ ও শিল্পার বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এ মোট ৬০ কোটি ৪৮ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। বিনিয়োগের সময় কোম্পানির ৮৭ শতাংশ শেয়ার ছিল শিল্পা শেঠির নামে। ১২ শতাংশ হারে ৭৫ কোটি টাকা ঋণ দেওয়ার চুক্তি হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দেওয়া হয়নি।
তিনি জানান, ২০১৫ সালের এপ্রিল মাসে প্রথমে ৩১.৯৫ কোটি টাকা এবং একই বছরের সেপ্টেম্বর মাসে আরও একটি বড় অঙ্ক বিনিয়োগ করা হয়। ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত মোট ২৮.৫৪ কোটি টাকা বিনিয়োগ হয়। এছাড়া স্ট্যাম্প ডিউটি বাবদ খরচ হয় ৩.১৯ লাখ টাকা। কিন্তু ২০১৫ সালেই শিল্পা ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে কোম্পানি দেউলিয়া হয়ে পড়ে। একাধিকবার অর্থ ফেরত চাইলে কোনও সাড়া না পেয়ে দীপক শেষ পর্যন্ত থানায় এফআইআর দায়ের করেন।
তারকা দম্পতির আইনজীবী প্রশান্ত পাটেল অভিযোগ অস্বীকার করে বলেন, এটি একটি পুরনো ইকুইটি বিনিয়োগের লেনদেন, ব্যক্তিগত বিনিয়োগ নয়। কোম্পানি আর্থিক সংকটে পড়ে দীর্ঘ আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ে। তার দাবি, তারকা দম্পতিকে অপমানের উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে এবং প্রমাণ ইতোমধ্যেই পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। অভিযোগকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার
টালিউডের ‘রক্তবীজ ২’ সিনেমায় শেখ হাসিনার চরিত্র