ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আরিয়ানের সিরিজে সালমান-রণবীর-ববির চমক

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:৫৩ এএম

প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অব বলিউড’-এর মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটাচ্ছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ট্রেইলার প্রকাশের পর থেকেই সিরিজটি ঘিরে উত্তেজনা তুঙ্গে।

সম্প্রতি ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে ছেলেকে উৎসাহ দিতে ভাঙা হাত নিয়েই উপস্থিত ছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন তিনি। উপস্থিত ছিলেন প্রযোজক গৌরী খানও। এদিন আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব, রসবোধ ও উপস্থাপনা দিয়ে সবাইকে চমকে দেন আরিয়ান। তার সম্পর্কে গড়ে ওঠা ‘গম্ভীর’ ইমেজও এদিন ভেঙে দেন তিনি।

বলিউডের অন্দরের গল্প নিয়ে নির্মিত এই সিরিজে দেখা যাবে এক নবাগত আউটসাইডারের সাফল্যের গল্প, প্রেম, দ্বন্দ্ব ও অ্যাকশন। ট্রেইলারের শুরুতেই শোনা যায় শাহরুখ খানের কণ্ঠ, যদিও তাকে পর্দায় দেখা যাবে না।

সবচেয়ে বড় চমক অতিথি শিল্পীদের উপস্থিতি। মেগাস্টার সালমান খান, সুপারস্টার রণবীর সিং এবং পরিচালক করণ জোহরকে দেখা যাবে বিশেষ চরিত্রে। এই সিরিজের মাধ্যমেই ওটিটিতে প্রথমবার অভিনয় করবেন সালমান খান।

নেটফ্লিক্সে নির্মিত ‘দ্য ব্যা**ডস অব বলিউড’ মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন লক্ষ লালওয়ানি, সাহের বামবা ও খলনায়ক চরিত্রে ববি দেওল। এছাড়াও রয়েছেন রাঘব জুয়াল, মোনা সিং ও গৌতমী কাপুর।

RF/AHA
আরও পড়ুন