৮৩তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড পেলেন যারা, দেখুন ছবিসহ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম

হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কার মৌসুমের পর্দা উঠল ৮৩তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড ২০২৬-এর মধ্য দিয়ে। সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটনে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অস্কারের দৌড়ে কারা এগিয়ে থাকতে পারেন, এবারের গোল্ডেন গ্লোবস যেন তারই এক আগাম ইঙ্গিত দিয়ে গেল।

এবারের আসরে নয়টি মনোনয়ন নিয়ে আলোচনার তুঙ্গে থাকা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ শেষ পর্যন্ত চারটি প্রধান বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি), সেরা চিত্রনাট্য, সেরা পরিচালক (পল থমাস অ্যান্ডারসন) এবং সেরা সহ-অভিনেত্রী (টেয়ানা টেলর) হিসেবে বাজিমাৎ করেছে ছবিটি।

টেলিভিশন বিভাগে জয়জয়কার ছিল নেটফ্লিক্সের ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের। সেরা লিমিটেড সিরিজসহ মোট চারটি পুরস্কার জিতেছে এটি। ড্রামা সিরিজ বিভাগে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে ‘দ্য পিট’। এছাড়া সিনেমা বিভাগে সেরা ড্রামা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘হ্যামনেট’।

এ বছরই প্রথমবারের মতো যুক্ত হওয়া ‘সেরা পডকাস্ট’ বিভাগে পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন অ্যামি পোহলার (গুড হ্যাং উইথ অ্যামি পোহলার)। চলচ্চিত্র বিভাগে সেরা ড্রামা অভিনেতার পুরস্কার পেয়েছেন ওয়াগনার মউরা (দ্য সিক্রেট এজেন্ট) এবং সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন জেসি বাকলি (হ্যামনেট)। মিউজিক্যাল/কমেডি বিভাগে সেরা অভিনেতা হয়েছেন হার্টথ্রব টিমোথি চালামেট (মার্টি সুপ্রিম)।

গতবারের মতো এবারও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিকি গ্লেজার। তার তীক্ষ্ণ রসবোধ উপস্থিত হলিউড তারকাদের বেশ আনন্দ দিয়েছে।

একনজরে প্রধান বিজয়ীরা:

সেরা চলচ্চিত্র (ড্রামা): হ্যামনেট

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা অ-ইংরেজি চলচ্চিত্র: দ্য সিক্রেট এজেন্ট

সেরা অ্যানিমেটেড ছবি: কেপপ ডেমন হান্টার্স

সেরা অভিনেতা (ড্রামা): ওয়াগনার মউরা

সেরা অভিনেত্রী (ড্রামা): জেসি বাকলি

সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): টিমোথি চালামেট

সেরা পরিচালক: পল থমাস অ্যান্ডারসন

DR/AHA
আরও পড়ুন