ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্যাটু লুকিয়ে নতুন লুকে হাজির হয়েছেন জ্যাকসনকন্যা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৫ পিএম

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। গত ৪ ফেব্রুয়ারি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী এ  অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিংবদন্তি পপতারকা মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন। যদিও তিনি গ্র্যামি মনোনয়ন পাননি। তবে অনুষ্ঠানের লাল গালিচায় তিনি ধরা দিয়েছেন গ্ল্যামারাস লুকে।

গ্র্যামির লাল গালিচায় কালো সাইড কাটিং গাউনে ধরা দেন প্যারিস জ্যাকসন। তার কোমরের ওপরে একটি বড় কাটআউটসহ একটি অফ-দ্য-শোল্ডার কালো সেলিনের পোশাক তাঁকে আরও অত্যাশ্চর্য করে তুলেছিল। তার সঙ্গে তিনি পরেছিলেন হাই হিল। কানে ছোট্ট দুল, হাতে ব্রেসলেট, আংটি এবং ছোট্ট হ্যান্ডব্যাগ সঙ্গে ছিল প্যারিসের। ঢেউ খেলানো সোনালি চুল সাইড পার্ট করে খুলে ছেড়ে দিয়েছিলেন।

প্যারিস জ্যাকসন

তবে প্যারিসের সারা শরীরে রয়েছে মোট ৮০টি ট্যাটু। তিনি ঠিক করেছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে শরীরের একটিও ট্যাটু দেখাবেন না। তাই নামিদামি মেকআপ ব্র্যান্ডের পণ্যের সাহায্যে শরীরের সব ট্যাটু ঢেকে অনুষ্ঠানে হাজির হন এ সঙ্গীতশিল্পী। নিজেকে নতুন কোনো লুকে তুলে ধরার চেষ্টা করেছিলেন প্যারিস। নেটিজেনরা প্যারিসের এই নতুন লুকের দারুণ প্রশংসা করেছেন।

গ্র্যামি সঙ্গীতজগতের জন্য এবারের সবচেয়ে বড় অনুষ্ঠান। নক্ষত্রখচিত এই অ্যাওয়ার্ড শো দুর্দান্তভাবেই শেষ হয়েছে। একাধিক শিল্পী সম্মানিত হয়েছেন গ্র্যামি পুরস্কারের মাধ্যমে।

এবার রেকর্ড অব দ্য ইয়ার, অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার- সবই পেয়েছেন বিলি এইলিশ এবং তাঁর ভাই ফিনিয়াস। তাঁরা এই পুরস্কার পেয়েছেন ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ গানটির জন্য, যা ছিল বার্বি ছবিতে। সেরা পপ ভোকাল অ্যালবামের জন্য পুরস্কার পেয়েছেন টেইলর সুইফট। সেরা পপ ডুয়ো বা গ্রুপ পারফরম্যান্সের জন্য খেতাব জিতেছে  ঘোস্ট ইন দ্য মেশিন গানটি- অর্থাৎ এসজেডএ।

IL/SA/MR
আরও পড়ুন