হলিউডে অভিষেক: নাম বদলালেন বারাক ওবামার মেয়ে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১০ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া। সম্প্রতি পারিবারিক পদবি ত্যাগ করেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী। নিজের নামে আনলেন পরিবর্তন। তার নাম এখন মালিয়া অ্যান। চলচ্চিত্র নির্মাতা হিসেবে হলিউডে অভিষেক হচ্ছে মালিয়ার। উদীয়মান পরিচালক সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট ইন ইউটা’-র প্রিমিয়ারের আগে নতুন মঞ্চ-নামটি ভাগ করে নিয়েছেন তিনি। হার্ভার্ড গ্র্যাজুয়েট মালিয়া গত জানুয়ারিতেই তার পদবি ওবামা তুলে নেন।

মালিয়ার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট ইন ইউটা’-তে অভিনয় করেছেন টুন্ডে আডেবিম্পে, লাটনিয়া বোরসে, এবং জন ওয়েইগ্যান্ড। হলিউডে অভিষেকের আগে, মালিয়া এইচবিওর ড্রামা সিরিজ গার্লস ও হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও, মালিয়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ ‘সোয়ার্ম’-এ স্টাফ রাইটার হিসাবেও কাজ করেছেন।

সূত্র : হিন্দুস্থান টাইমস

FI
আরও পড়ুন