ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশকে নিয়ে যা বললেন বিটিএস তারকা জাংকুক‌

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৯:০৬ এএম

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন মহলের তারকারা। শোবিজ অঙ্গন থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের তারকারা আন্দোলন নিয়ে কথা বলছেন। 

শুধু দেশের তারকা শিল্পীরাই যে আন্দোলন নিয়ে কথা বলছেন এমনও নয়, বহিঃবিশ্বের অনেকেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলছেন। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। 

এবার সেই দলেই যোগ দিলেন বিটিএস তারকা জাংকুক। শিক্ষার্থী‌দের আন্দোল‌নে সংহ‌তি জা‌নি‌য়ে বাংলা‌দে‌শের পতাকার ছ‌বির সামনে এক শিশুর চোখবাঁধা ছবি ফেসবুকে পোস্ট ক‌রে‌ছেন তি‌নি। 

রোববার (৪ আগস্ট) রা‌তে দেওয়া এক পো‌স্টে জাংকুক লি‌খে‌ছেন, ‘বাংলা‌দে‌শের মানুষ ক‌ঠিন সময় পার ক‌র‌ছে, আমি তাদের জন্য প্রার্থনা কর‌ছি। তোমাদের মঙ্গল কামনা কর‌ছি।’

ভেরিফায়েড ফেসবুক পেজটি জাংকুকের অফিশিয়াল নাকি ফ্যানপেজ— তা নিশ্চিত করা না গেলেও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টটি ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে বাংলাদেশি ভক্তরাও এই তারকাকে ধন্যবাদ জানিয়েছেন।

বিশ্বজুড়েই বিটিএসের বেশ জনপ্রিয়তা রয়েছে। কোরিয়ান তারকা শিল্পীদের মাঝে শীর্ষ তিনজনের একজন জাংকুক।

AHA/FI
আরও পড়ুন