চলচ্চিত্র পরিচালক বেন অ্যাফ্লেকের সঙ্গে করা চতুর্থ সংসারটি ভেঙে গেল হলিউড তারকা জেনিফার লোপেজের। এটা বেনের দ্বিতীয় ও জেনিফারের চতুর্থ বিবাহ-বিচ্ছেদ ছিল। তবে বিবাহ-বিচ্ছেদ হলেও সদ্য সাবেক স্বামী বেনের দেওয়া পাঁচ মিলিয়ন ডলারের বাগদানের আংটিটি ফেরত দিচ্ছেন না লোপেজ।
২০২৪ সালের ২৬ এপ্রিল বিবাহ-বিচ্ছেদের তারিখ হিসাবে ধরা হয়েছে। এই বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল দুজনের মধ্যে ‘অমীমাংসনীয় মত-পার্থক্য’। এই দম্পতি আদালতে জানিয়েছেন তাদের একসঙ্গে থাকা প্রায় অসম্ভব।

এদিকে, বিবাহ-বিচ্ছেদ হলেও বেন অ্যাফ্লেকের উপহার দেওয়া ৫ মিলিয়ন ডলারের বাগদানের হীরের আংটি ফেরত দিতে নারাজ জেনিফার লোপেজ।
আদালতের নথি থেকে জানা যাচ্ছে, জেনিফার বাগদানে পাওয়া ৮ দশমিক ৫ ক্যারেটের সবুজ হীরের আংটি, নিজের কাছেই রাখছেন। বেন অ্যাফ্লেক নাকি এই আংটিটি তাদের চূড়ান্ত বিবাহবিচ্ছেদ ও নিষ্পত্তির অংশ হিসেবে সদ্য সাবেক স্ত্রীকে উপহার হিসেবে দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, সবুজ রঙের হীরাটি অনেক বিরল। এর মূল্য ৫ মিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। এদিকে বেন অ্যাফ্লেকের আংটিতে নাকি খোদাই করে লেখা ছিল ‘কোথাও যাচ্ছি না’।
ইনটাচ সাপ্তাহিক পত্রিকা অনুসারে, বিচ্ছেদের পর জেনিফারকে আংটি ছাড়াও পোশাক, গয়না ও অন্যান্য জিনিস উপহার হিসেবে দেওওয়া হয়েছে। এখানেই শেষ না- বিচ্ছেদের দিন থেকে জেনিফার তার উপার্জনের সমস্ত টাকা এবং সিটি ন্যাশনাল ব্যাংকের দুটি অ্যাকাউন্টের তহবিলের অর্ধেক টাকা পাবেন।

২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান আছে। অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
চতুর্থ সংসারও টিকলো না জেনিফার লোপেজের