ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অবশেষে বড় পর্দায় আসছে 'হ্যালো কিটি'

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম

বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র ‘হ্যালো কিটি’ অবশেষে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর ওয়ার্নার ব্রোস. অ্যানিমেশন ও নিউ লাইন সিনেমা ঘোষণা করেছে, ‘হ্যালো কিটি’ সিনেমাটি ২০২৮ সালের ২১ জুলাই মুক্তি পাবে। এটি হবে বিশ্বের অন্যতম জনপ্রিয় চরিত্রটির প্রথম হলিউড চলচ্চিত্র।

ওয়ার্নার ব্রোস. তাদের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে লিখেছে, ‘হ্যালো, হলিউড!’ এই বার্তায় তারা জানায়, ছবিটি হবে হ্যালো কিটি ও তার বন্ধুদের এক রোমাঞ্চকর ও মনোমুগ্ধকর অভিযানের গল্প, যা সব বয়সের দর্শকদের আনন্দ দেবে।

এই প্রজেক্টের পরিচালনার দায়িত্বে থাকবেন লিও মাতসুদা, যিনি ডিএসনি’এর শর্ট ফিল্ম ইনার ওয়ার্কিংস, যুটোপিয়া এবং রেক ইট এর মতো জনপ্রিয় ছবির কাহিনীর কাজ করেছেন। সিনেমাটির স্ক্রীপ্ট লেখার কাজ করেছেন ডানা ফক্স, আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন বো ফ্লিন, ফ্লাইইনপিকচারগো এর প্রতিষ্ঠাতা।

প্রথমবারের মতো হ্যালো কিটি চরিত্রের চলচ্চিত্রের অধিকার পাওয়ার জন্য, ফ্লিন প্রায় দশ বছর ধরে সানরিও এর প্রতিষ্ঠাতা শিনতারো সুজির সঙ্গে সহযোগিতা করেছেন। প্রযোজনার দায়িত্বে আছেন শেলবি থমাস।

১৯৭৪ সালে জাপানের সানরিও কোম্পানি প্রথমবারের মতো 'হ্যালো কিটি' চরিত্রটি পরিচয় করিয়ে দেয়। তারপর থেকে এটি হয়ে ওঠে একটি বিশ্বব্যাপী মের্চেন্ডাইজিং সত্তা, যার প্রভাব পড়েছে থিম পার্ক, ক্যাফে, ভিডিও গেম এবং অসংখ্য ফ্যাশন কোলাবোরেশনে।

NB/SN
আরও পড়ুন