ঢাকা
রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চুম্বন দৃশ্য নিয়ে গুঞ্জন, মুখ খুললেন ঐশী

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পিএম

অবশেষে মুক্তির প্রতিক্ষায় আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর অভিনীত সিনেমা ‘নূর’। তবে প্রেক্ষাগৃহে নয় রায়হান রাফির পরিচালনায় নির্মিত এ সিনেমা এবার সরাসরি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে। এদিকে গত ২৯ নভেম্বর প্রকাশিত হয় ‘নূর’-এর অফিসিয়াল টিজার। আর সেখানে মুক্তির আগেই ভাইরাল হয় টিজারের একটি চুমুর দৃশ্য, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। এমনকি শুভ-ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও রটে গুঞ্জন, যা নিয়ে অবশেষে মুখ খুললেন এই সুন্দরী।

দেশীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশী বলেন, ‘নূর-এ অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য আছে। এটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি। এর বাইরে কিছু নয়। বাস্তবে শুভর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।’ তিনি আরও বলেন, ‘চুমুর দৃশ্য না থাকলে তার বদলে অন্য কিছুও থাকতে পারত, যেমন নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। অভিনয়ের প্রয়োজনে যে দৃশ্য প্রয়োজন, সেটিই তো করতে হয়।’

রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি দীর্ঘ তিন বছর ধরে আটকে ছিল। ২০২২ সালের জুলাইয়ে তৎকালীন সেন্সর বোর্ডে ‘নূর’ জমা দেওয়া হয়েছিল। ত্রুটি সংক্রান্ত কারণে প্রথমে ছাড়পত্র না পেলেও পরবর্তীতে সংশোধনের পর এটি ছাড়পত্র লাভ করে। অবশেষে ‘নূর’ মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১০ ডিসেম্বর।

এদিকে বর্তমানে ঐশী ব্যস্ত সময় পার করছেন শাকিব খানের বিপরীতে সোলজার সিনেমায় অভিনয় নিয়ে।

SN