কন্নড় তারকা যশ তার ৪০ তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার উন্মুক্ত করেন আসন্ন সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারটেল ফর গ্রাউন-আপস’ এর টিজার। যেখানে পরিচালক গীতু মোহনদাসের এই ছবির এক হিংসাত্মক পৃথিবী ভক্তদের সামনে তুলে ধরা হয়েছে। তবে টিজারের এক মুহূর্ত বিশেষভাবে নজর কেড়েছে নেট দুনিয়ায় এবং তা হলো যশের চরিত্র ‘রায়া’ এবং এক রহস্যময়ী নারীর মধ্যকার অন্তরঙ্গ মুহূর্ত। খবর দ্য টেলিগ্রাফের।
এই নারী চরিত্রটি হলেন ইউক্রেনীয়-আমেরিকান অভিনেত্রী ন্যাটালি বার্ন, যিনি হলিউডে অভিনয় করেছেন এবং বর্তমানে তার উপস্থিতি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। টিজারের ওই দৃশ্যে ন্যাটালি বার্নের সাথে যশের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ন্যাটালি বার্নের পরিচয়
ন্যাটালি বার্ন, জন্ম নাম নাতালিয়া গুসলিস্টায়া, কিয়েভ, ইউক্রেনে। মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু হলেও, পরে তিনি হলিউডের অ্যাকশন এবং ড্রামা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন।
তিনি ‘দ্য এক্সপেন্ডেবলস ৩’, ‘মেকানিক: রিসারেকশন’, ‘ডাউনহিল’, ‘দ্য এনফোর্সার’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও, ন্যাটালি একজন স্ক্রিনরাইটার এবং প্রযোজকও, যিনি ‘এক্সিসেলেরেশন’, ‘ফোর্ট্রেস’ এবং ‘দ্য এনফোর্সার’ ছবিতে কাজ করেছেন।
ন্যাটালি একজন প্রশিক্ষিত মার্শাল আর্টিস্ট এবং চারটি ভাষায় দক্ষ। তার অভিনয় এবং প্রযোজনা দক্ষতার পাশাপাশি, তিনি রাশিয়ার বোলশোই ব্যালে স্কুল এবং রয়্যাল ব্যালে স্কুল, লন্ডনে ক্লাসিক্যাল ব্যালে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
‘টক্সিক’ সিনেমার অন্যান্য চরিত্র
এই ছবিতে যশের সঙ্গে আরও দেখা যাবে কিয়ারা আদভানি (নাদিয়া), হুমা কুরেশি (এলিজাবেথ), নয়নতারা (গঙ্গা) এবং রুকমিনি ভাসন্ত (মেলিসা)। এছাড়া অক্ষয় ওবেরয়ও ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
‘টক্সিক’ ছবিটি ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পাবে। এটি যশের ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর পর প্রথম সিনেমা, যেখানে তার সঙ্গী হিসেবে কাজ করেছেন একঝাঁক শক্তিশালী অভিনেতা ও অভিনেত্রীরা।
এছাড়া আগেই মুক্তি পায় ‘টক্সিক’ ছবির একটি টিজার, যেখানে যশ সিগার ফুঁকতে ফুঁকতে একটি স্লিক কালো গাড়ি থেকে বের হয়ে, সাদা স্যুট ও স্টাইলিশ হ্যাট পরে একটি পাবের ভিতরে প্রবেশ করেন। টিজারটি শেষ হয়, যশ এক বারের ড্যান্সারের উপরে মদ ঢেলে দেওয়ার একটি দৃশ্য দিয়ে।
উল্লেখ্য, ‘টক্সিক’ সিনেমার সাথে মুক্তি পাবে নির্মাতা আদিত্য ধর-এর সিনেমা ‘ধুরন্ধর ২’।

